কংক্রিটের মেঝেতে পড়লেও ফোনের ডিসপ্লে ভাঙবে না, বাজারে আসছে Gorilla Glass Victus 2

চলতি সময়ে স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ ইত্যাদি একাধিক ইলেকট্রনিক গ্যাজেটে গরিলা গ্লাস ব্যবহার করা হয়। টাচ সেন্সরযুক্ত আধুনিক স্মার্ট ইলেকট্রনিক ডিভাইসগুলির স্ক্রিনকে অটুট রাখতে তথা এগুলির সুরক্ষার স্বার্থে নির্মাতা সংস্থাগুলি কর্নিং আইএনসি (Corning Inc) কোম্পানির তৈরি এই বিশেষ ধরনের গ্লাসটিকে ব্যবহার করে। তাই চলতি সময়ে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কেনার আগে তাতে গরিলা গ্লাস প্রোটেকশন আছে কি না, সেই বিষয়টির ওপর বিশেষভাবে জোর দেন ইউজাররা। আর ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে কর্নিং কোম্পানিটিও ক্রমশ তার গরিলা গ্লাসের পোর্টফলিওকে সম্প্রসারিত করে চলেছে। সেক্ষেত্রে জানা গিয়েছে যে, খুব শীঘ্রই মার্কেটে আসতে চলেছে গরিলা গ্লাস ভিক্টাস ২ (Gorilla Glass Victus 2), যা বছরখানেক আগে লঞ্চ হওয়া গরিলা গ্লাস ভিক্টাসের উত্তরসূরী হিসেবে বাজারে পা রাখবে।

কংক্রিটের তৈরি রুক্ষ মেঝেতে উঁচু থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে Gorilla Glass Victus 2 

একথা আমাদের সকলেরই জানা যে, টাচ সেন্সরযুক্ত ইলেকট্রনিক ডিভাইসগুলির সবচেয়ে ভঙ্গুর অংশ হল ডিসপ্লে। সাধারণ কাঁচের তৈরি স্ক্রিন সহজেই হাত থেকে পড়ে ভেঙ্গে যায়, তাই এই সমস্যার হাত থেকে পরিত্রাণ পেতেই বিগত কয়েক বছর যাবৎ বিভিন্ন ডিভাইস নির্মাতা সংস্থাগুলি ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করছে, যেগুলি সাধারণ কাঁচের চেয়ে অনেক বেশি ধকল নিতে পারে। মূলত গরিলা প্রাণীটি শক্তিশালী হওয়ার কারণেই বোধহয় এই গ্লাসের নাম গরিলা গ্লাস, এবং কর্নিং কোম্পানির অক্লান্ত পরিশ্রমের জেরে দিন-কে-দিন এই গ্লাসটি আরও ব্যাপকভাবে মজবুত হয়ে উঠছে। সেক্ষেত্রে আসন্ন গরিলা গ্লাস ভিক্টাস ২-এর প্রসঙ্গে সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, প্রায় এক মিটার উঁচু থেকে কংক্রিটের রুক্ষ মেঝেতে পড়ে গেলেও এই প্রোটেকশনের দৌলতে যে-কোনো ইলেকট্রনিক ডিভাইসের ডিসপ্লে সম্পূর্ণভাবে অক্ষত থাকবে।

ইলেকট্রনিক ডিভাইসকে সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রদান করতে একেবারে সিদ্ধহস্ত Gorilla Glass Victus 2 

সংস্থার মতে, কোনো ডিভাইসের স্ক্রিনটি কোনাকুনিভাবে (diagonally অর্থাৎ কর্ণ বরাবর) যতটা বড়ো হয়, সেটি ভারী হয়ে ওঠার তথা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাও ততটাই বাড়তে থাকে। বছরখানেক আগেও বেশিরভাগ স্মার্টফোনের ডিসপ্লেই অপেক্ষাকৃত ছোটো আকারের হতো। কিন্তু এখন টেকনোলজির ক্রমাগত উন্নতির সৌজন্যে স্মার্টফোনগুলি পূর্বের তুলনায় ১৫ শতাংশ বড়ো হয়ে গিয়েছে, এবং স্ক্রিনের আকারও চার বছর আগের হ্যান্ডসেটের তুলনায় ১০% বৃদ্ধি পেয়েছে। তাই এখন ডিসপ্লের সুরক্ষার জন্য তাতে উন্নত মানের কভার গ্লাস ব্যবহার করা খুবই জরুরি, এবং সেই কারণেই নিত্যনতুন ভার্সন লঞ্চ করে নিজেদের গরিলা গ্লাস পোর্টফোলিওকে সুসমৃদ্ধ করতে চাইছে কর্নিং কোম্পানি। এর ফলে একদিকে ব্যবসায়িক ক্ষেত্রে সংস্থাটি যেমন উপকৃত হবে, তেমনিই অন্যদিকে ইউজারদেরকেও নিজেদের ডিভাইসের সুরক্ষা নিয়ে বিশেষ ভাবনাচিন্তা করতে হবে না।

আগামী কয়েক মাসের মধ্যেই মার্কেটে উপলব্ধ হতে পারে Gorilla Glass Victus 2 

কর্নিংয়ের তরফে আরও জানা গিয়েছে যে, এখনও পর্যন্ত বেশ কিছু সংখ্যক স্মার্টফোনে স্ক্রিন প্রোটেক্টর হিসেবে অ্যালুমিনোসিলিকেট ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু তা কখনোই গরিলা গ্লাসের মতো শক্তিশালী এবং স্ক্র্যাচ প্রুফ নয়। সংস্থার দাবি অনুযায়ী, অ্যালুমিনোসিলিকেটের তুলনায় চার গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী হল গরিলা গ্লাস। সেক্ষেত্রে ইউজারদেরকে সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রদান করবে আসন্ন Gorilla Glass Victus 2। কর্নিং আরও জানিয়েছে যে, এই গ্লাস রিসাইক্লেবল এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। তাই যে-কোনো ইলেকট্রনিক ডিভাইসের টাচ স্ক্রিনকে অটুট রাখতে এটিকে অতি অনায়াসে ব্যবহার করা যেতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখি, Gorilla Glass Victus 2-কে বর্তমানে একাধিক উপায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যে মার্কেটে এটির আগমন ঘটবে বলে আশা করা যেতে পারে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

15 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

23 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

56 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

3 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago