বাজারে আসার জন্য তৈরী Realme C11 (2021), থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি

রিয়েলমি কয়েকদিন আগেই মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় Realme C21 ও Realme C25 ফোন দুটি লঞ্চ করেছে। তবে চীনা স্মার্টফোন কোম্পানিটি শীঘ্রই সি সিরিজের আরও একটি ফোন বাজারে আনবে, যার নাম Realme C11 (2021)। বলার অপেক্ষা রাখেনা এই ফোনটি গতবছরে লঞ্চ হওয়া রিয়েলমি সি১১ আপগ্রেড ভার্সন হবে। ইতিমধ্যেই এই ফোনটি ভারতের BIS (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) এবং থাইল্যান্ডের NBTC ও ইন্দোনেশিয়ায় TKDN সার্টিফিকেশন পেয়েছে। এবার রিয়েলমি সি১১ (২০২১) কে আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেল। অর্থাৎ ফোনটির ওপর থেকে যে দ্রুত পর্দা সরানো হবে তা নিশ্চিত।

FCC সার্টিফিকেশন সাইটে Realme C11 (2021) কে Realme RMX3231 মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানিয়ে রাখি অন্যান্য সার্টিফিকেশন সাইটেও ফোনটিকে একই মডেল নম্বর সহ দেখা গিয়েছিল। এদিকে FCC থেকে জানা গেছে ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। যদিও এর ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে সার্টিফিকেশন সাইটে কিছু উল্লেখ নেই।

আবার রিয়েলমি সি১১ (২০২১) অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। স্বাভাবিক ভাবেই এতে থাকবে রিয়েলমি ইউ আই। ফোনটির ওজন হবে ১৯০ গ্রাম। এর আগে ইন্দোনেশিয়ার সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল এই ফোনে জিএসএম এর ৮০০/৯০০/১৮০০/১৯০০ মেগাহার্টজ ব্যান্ড সাপোর্ট করবে। 

Realme C11 (2021) সম্পর্কে এছাড়া আর কোনো তথ্য সামনে আসেনি। তবে অন্যান্য সি সিরিজের ফোনের মত, এই ফোনটিও যে বাজেট রেঞ্জে আসবে তা নিশ্চিত করে বলা যায়। এর আগে গতবছর লঞ্চ হওয়া রিয়েলমি সি১১ এর ভারতে দাম ৭,৪৯৯ টাকা। এই ফোনেও আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন