Helix Metalfit 3.0: ভারতে লঞ্চ হল Timex Group এর নয়া স্মার্টওয়াচ, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার

Timex Group- এর অন্তর্গত Helix ব্র্যান্ড এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Metalfit 3.0। মেটাল কেসের সাথে আসা নতুন এই…

Timex Group- এর অন্তর্গত Helix ব্র্যান্ড এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Metalfit 3.0। মেটাল কেসের সাথে আসা নতুন এই ঘড়িতে রয়েছে SpO2 ট্র্যাকার, অ্যাক্টিভিটি ট্র্যাকার, একাধিক স্পোর্টস মোড, মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল সহ বিভিন্ন উন্নততর ফিচার। তাছাড়া স্মার্টওয়াচের ডান ধারে একটি নেভিগেশন বাটন বর্তমান। চলুন দেখে নেওয়া যাক নতুন Helix Metalfit 3.0 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Helix Metalfit 3.0 স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে হেলিক্স মেটালফিট ৩.০ স্মার্টওয়াচের ধার্য করা হয়েছে ৩,৯৯৫ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্টওয়াচ।

Helix Metalfit 3.0 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নবাগত হেলিক্স মেটালফিট ৩.০ স্মার্টওয়াচের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে এটি বর্গক্ষেত্রকার ডায়ালের সাথে এসেছে। তাছাড়া এতে দেওয়া হয়েছে মেটালের কেস। এমনকি ঘড়িটির ডান ধারে একটি বাটন উপস্থিত, যার মাধ্যমে ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

অন্যদিকে, নতুন এই স্মার্টওয়াচের ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ব্লুটুথ কলিং টেকনোলজি। এর মাধ্যমে হাতের ঘড়ি থেকেই ব্যবহারকারী যেকোনো ফোন কল করতে এবং ধরতে পারবেন। তবে এর জন্য প্রথমেই তাকে ঘড়ির সাথে তার স্মার্টফোনকে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করতে হবে। তাছাড়া ঘড়িটিতে টেম্পারেচার সেন্সর বর্তমান। আগেই বলা হয়েছে, ওয়্যারেবলটিতে একাধিক হেলথ ফিচার উপলব্ধ। এর মধ্যে থাকছে হার্ট রেট মনিটর, SpO2 মনিটর, অ্যাক্টিভিটি ট্র্যাকার, স্লিপ ট্র্যাকার ইত্যাদি। সর্বোপরি এবং জল থেকে সুরক্ষা দিতে Helix Metalfit 3.0 স্মার্টওয়াচটি SpO2 রেটিং সহ এসেছে।