HMD Arrow: ক্রেতাদের পছন্দ করা নামেই ভারতে আসছে HMD এর প্রথম স্মার্টফোন

এইচএমডি গ্লোবাল (HMD Global) নোকিয়ার পাশাপাশি এবার তাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের সাথে স্মার্টফোন লঞ্চ করতে শুরু করেছে। গত মাসে কোম্পানির বাজেট রেঞ্জের HMD Pulse সিরিজটি ইউরোপের…

এইচএমডি গ্লোবাল (HMD Global) নোকিয়ার পাশাপাশি এবার তাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের সাথে স্মার্টফোন লঞ্চ করতে শুরু করেছে। গত মাসে কোম্পানির বাজেট রেঞ্জের HMD Pulse সিরিজটি ইউরোপের কিছু অঞ্চলে লঞ্চ হয়েছে। সম্প্রতি ফিনল্যান্ড-ভিত্তিক ব্র্যান্ডটি ভারতে তাদের আসন্ন স্মার্টফোনের জন্য #HMDNameOurSmartphone নামে একটি প্রতিযোগিতা চালু করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয়রা এইচএমডি ব্র্যান্ডের আসন্ন স্মার্টফোনের জন্য অসংখ্য নাম প্রস্তাব করেছিলেন। এখন অবশেষে এইচএমডি তাদের আসন্ন স্মার্টফোনের নামটি প্রকাশ করেছে। তারা নিশ্চিত করেছে যে, এটি ভারতীয় বাজারে HMD Arrow হিসাবে আত্মপ্রকাশ করবে। কোম্পানির বর্তমান মার্কেটিং স্ট্র্যাটেজি হল বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন নাম ব্যবহার করা। যদিও ভারতীয় ব্যবহারকারীরা ‘Indhumanoid’, ‘Manbha’, ‘Naruto’, ‘Brahmos’-এর মতো নানা নাম প্রস্তাব করেছিলেন, তবে সবার মধ্যে থেকে ‘Arrow’ নামটি আসন্ন ফোনের জন্য বেছে নেওয়া হয়েছে।

HMD Arrow স্মার্টফোনটি শীঘ্রই আসছে ভারতে

আগেই উল্লেখ করা হয়েছে যে, এইচএমডি ইউরোপে এইচএমডি পালস নামে একটি ফোন লঞ্চ করেছে। ভারতের আসতে চলা ফোনটিতে এইচএমডি পালস হ্যান্ডসেটের মতোই স্পেসিফিকেশন থাকবে, কিন্তু এর নাম হবে ‘এইচএমডি অ্যারো’। নামকরণের এই পদ্ধতিটি বিভ্রান্তিকর, নাকি একটি সফল আঞ্চলিক কৌশল, তার সিদ্ধান্ত শেষ পর্যন্ত স্মার্টফোন ইউজাররাই নেবেন। যেহেতু, আসন্ন ফোনটি সদ্য উন্মোচিত এইচএমডি পালসের মতো একই বৈশিষ্ট্য অফার করবে বলে মনে করা হচ্ছে, তাই আসুন এর সম্ভাব্য স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

HMD Arrow: স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

আসন্ন এইচএমডি অ্যারো যেহেতু এইচএমডি পালস ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হতে চলেছে, তাই এটি একটি এন্ট্রি-লেভেল ডিভাইস হিসেবে বাজারে পা রাখবে বলে আশা করা যায়। এইচএমডি অ্যারোতে থাকবে ৬.৬৫ ইঞ্চির আইপিএস প্যানেল, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে এবং এতে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল নচও অন্তর্ভুক্ত করা হবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, HMD Arrow ফোনটি Unisoc T606 চিপসেটে চলবে। এটি দুটি ভিন্ন র‍্যাম বিকল্পের সাথে আসবে – ৪ জিবি ও ৬ জিবি এবং উভয় ভ্যারিয়েন্টেই ৬৪ জিবি স্টোরেজ মিলবে। ফটোগ্রাফির জন্য, ফোনটি সিঙ্গেল-ক্যামেরা সেটআপ সহ আসবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, HMD Arrow ফোনে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সাপোর্ট করবে। এছাড়া, এই এইচএমডি হ্যান্ডসেটে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত থাকবে এবং এতে অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে।