শুধু কল ও SMS করা যাবে, HMD Barbie Phone বাজেটের মধ্যে লঞ্চ হল

ম্যাটেলের সাথে হাত মিলিয়ে HMD Global লঞ্চ করল রেট্রো ফ্লিপ ফোন HMD Barbie Phone। এই ফ্লিপ ফোনের মাধ্যমে কেবল কল এবং টেক্সট পাঠানো যাবে। অর্থাৎ…

Hmd Barbie Phone Launched As Flip Phone With Retro Screen Removable Battery

ম্যাটেলের সাথে হাত মিলিয়ে HMD Global লঞ্চ করল রেট্রো ফ্লিপ ফোন HMD Barbie Phone। এই ফ্লিপ ফোনের মাধ্যমে কেবল কল এবং টেক্সট পাঠানো যাবে। অর্থাৎ একে ডিজিটাল দুনিয়া থেকে দূরে রাখা হয়েছে, অর্থাৎ এই ফোনের মাধ্যমে কোনও অ্যাপ বা সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না।

HMD Barbie Phone কেবল পিঙ্ক কালারে এসেছে এবং এর সামনে একটি স্ক্রিন রয়েছে যা আয়না হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই ফোনে দুটি ব্যাক কভার উপস্থিত যা আপনি ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন। এই ফোনের বক্সে কিছু স্টিকারও দেওয়া হয়েছে।

HMD Barbie Phone এর স্পেসিফিকেশন ও ফিচার

এইচএমডি বার্বি ফ্লিপ ফোনে আছে 2.8 ইঞ্চির প্রাইমারি স্ক্রিন এবং 1.77 ইঞ্চি কভার স্ক্রিন। যারা কম দামে ফ্লিপ ফোন কিনতে চান তাদের জন্য উভয় স্ক্রিনের সাইজ একদম পারফেক্ট। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি১০৭ প্রসেসর। এতে 64 এমবি র‌্যাম ও 128 এমবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি ডুয়াল সিম সাপোর্টের সাথে এসেছে।

এই ফ্লিপ ফোনে এলইডি ফ্ল্যাশসহ ভিজিএ রিয়ার ক্যামেরা বর্তমান। এইচএমডি বার্বি ফোনে রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিও (ওয়্যার্ড/ওয়্যারলেস)। ব্যাটারির কথা বললে, এতে 1450mAh রিমুভেবল ব্যাটারি উপস্থিত যা 9 ঘন্টা পর্যন্ত টকটাইম দেবে।

HMD Barbie Phone এর দাম

এইচএমডি বার্বি ফোন এর দাম যুক্তরাজ্যে 99 জিবিপি (প্রায় 11,008 টাকা) এবং ইউরোপে 129 ইউরো (প্রায় 12,085 টাকা) এবং আজ 28 আগস্ট থেকে এর সেল শুরু হবে। এইচএমডি সাইট থেকে এই ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রে 129 মার্কিন ডলারে (প্রায় 10,825 টাকা) পাওয়া যাবে, এখানে এর বিক্রি 1 অক্টোবর থেকে শুরু হবে।