HMD Crest Max: ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল দুটি স্মার্টফোন, দাম ১৫ হাজার টাকার কম

এইচএমডি ক্রেস্ট ও এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ফোনে ইউনিসোক টি৭৬০ প্রসেসর সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

Hmd Crest And Crest Max Smartphone Launched In India Price Under 15000 Rupees

এইচএমডি আজ ভারতে তাদের প্রথম ফোন লঞ্চ করল। এইচএমডি ক্রেস্ট ও এইচএমডি ক্রেস্ট ম্যাক্স নামে দুটি স্মার্টফোন আজ এদেশে আনা হয়েছে। উভয় ৪জি ফোনে ইউনিসোক টি৭৬০ প্রসেসর সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আসুন এইচএমডি ক্রেস্ট ও এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

এইচএমডি ক্রেস্ট ও এইচএমডি ক্রেস্ট ম্যাক্স এর দাম ও ভারতে লঞ্চ অফার

এইচএমডি ক্রেস্ট ফোনের ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। এটি তিনটি রঙে এসেছে: বেগুনি, লাল এবং নীল।

আর এইচএমডি ক্রেস্ট ম্যাক্স এর দামের কথা বললে, এই ফোনের ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে ১৬,৪৯৯ টাকা। এটি সবুজ, লাল এবং বেগুনি রঙের পাওয়া যাবে।

লঞ্চ অফারের অধীনে, এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ১২,৯৯৯ টাকায় এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

এইচএমডি ক্রেস্ট ফোনের ফিচার

এইচএমডি ক্রেস্ট স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড প্যানেল। এতে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে ইউনিসোক টি৭৬০ প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এইচএমডি ক্রেস্ট ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি এআই লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এর সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।

এইচএমডি ক্রেস্ট ম্যাক্স এর স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে এইচএমডি ক্রেস্ট ম্যাক্স ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল‌ এইচডি প্লাস প্যানেল আছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইউনিসোক টি৭৬০ প্রসেসর। এই ডিভাইসে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এইচএমডি ক্রেস্ট ম্যাক্স স্মার্টফোনেও ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য, ডিভাইসটির সামনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম সহ এসেছে।