Categories: Mobiles

HMD Pulse+ Business Edition: তিন বছরের ওয়ারেন্টি ও নেটওয়ার্ক লকডাউন ফিচার সহ লঞ্চ হল এই নতুন ফোন

আজ লঞ্চ হল HMD Pulse+ Business Edition। নাম দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন, HMD Global তাদের নতুন স্মার্টফোনকে ব্যবসায়িক সংস্থার সাথে জড়িত ব্যক্তিদের জন্য বিশেষভাবে ডিজাইন করেছে। এটি নেটওয়ার্ক লকডাউন এবং পিন প্যাড স্ক্র্যাম্বলের মতো ‘বিজনেস ফোকাসড’ ফিচারের সাথে এসেছে। ফোনটি বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের সুবিধা অফার করে। এই লেটেস্ট HMD হ্যান্ডসেট সংস্থার নিজস্ব তথা নতুন ‘ফার্মওয়্যার-ওভার-দ্য-এয়ার’ (FOTA) পরিষেবার সাথে লঞ্চ হয়েছে, যা ব্যবহারকারীদের একসাথে বিভিন্ন ডিভাইসে অ্যাপ পরিচালনা এবং আপডেট করার অনুমতি দেবে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, HMD Pulse+ Business Edition ফোনের সাথে HMD Global ব্যবহারকারীদের ‘ইজি রিপেয়ারিং’ পরিষেবার সুবিধাও দিচ্ছে। আরো সহজ করে বললে, হ্যান্ডসেটে কোনো ছোটোখাটো সমস্যা দেখা দিলে ব্যবহারকারীরা যাতে ঘরে বসেই স্পেয়ার যন্ত্রাংশ ব্যবহার করে তা মেরামত করতে পারে তার ব্যবস্থা করে দেবে সংস্থাটি। এক্ষেত্রে যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতে সহায়তা করার দায়িত্বে থাকছে HMD Repair Hub এবং অনলাইন রিপেয়ার কমিউনিটি / গাইড সংস্থা iFixit । তবে বড়সড় কোনো সময় দেখা দিলে ব্যবহারকারীরা DHL Express ডোর-টু-ডোর কেয়ার পরিষেবার জন্য আবেদন করতে পারবেন।

চলুন এবার বিস্তারে HMD Pulse+ Business Edition ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

HMD Pulse+ Business Edition স্মার্টফোনের স্পেসিফিকেশন

HMD Pulse+ Business Edition ফোনে রয়েছে ৬.৫৬-ইঞ্চির (১৬১২x৭২০ পিক্সেল) IPS ডিসপ্লে। এই টাচ প্যানেলের ডিজাইন পাঞ্চ হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোন ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ডিভাইসটি পিন পাওয়ার অফের মতো সিকিউরিটি ফিচারের সাথে এসেছে৷ সংস্থাটি এই ফোনের সাথে ৫ বছরের সিকিউরিটি আপডেট এবং ৩ বছরের ওয়ারেন্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য HMD Pulse+ Business Edition ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাইমারি সেন্সরের রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। তদুপরি কানেক্টিভিটি অপশন হিসাবে সামিল থাকছে এনএফসি, ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০। আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির কুইকফিক্স রিপ্লেসমেন্ট ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ব্যবহারকারীরা স্পেয়ার যন্ত্রাংশ ব্যবহার করে সহজেই বাড়ি বসে প্রতিস্থাপন করতে পারবেন। এই ফোনের ওজন প্রায় ১৮৭ গ্রাম এবং এটি ৮.৪৫ মিমি পুরু।

HMD Pulse+ Business Edition স্মার্টফোনের দাম

HMD Pulse+ Business Edition স্মার্টফোন বর্তমানে ইউরোপে কেনার জন্য উপলব্ধ। এর দাম রাখা হয়েছে ১৯৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ১৮,০০০ টাকা)। এটি – এপ্রিকট ক্রাশ, গ্লেসিয়ার গ্রিন এবং মিডনাইট ব্লু কালার বিকল্পের সাথে লঞ্চ হয়েছে।

Subhadip Dasgupta

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

9 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

54 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago