Hmd Skyline Render Reveals Nokia Lumia 920 Like Design Could Feature 108mp Camera

HMD Skyline: নোকিয়া লুমিয়ায় সেই বিখ্যাত ডিজাইন এবার অ্যান্ড্রয়েডে! আসছে 108MP ক্যামেরার সঙ্গে

নোকিয়া (Nokia) ব্র্যান্ডের স্মার্টফোন নির্মাতা, এইচএমডি গ্লোবাল (HMD Global) ইদানিং তাদের ডিভাইসগুলির মাধ্যমে নস্টালজিয়া ফিরিয়ে আনার চেষ্টা করছে। গত মাসে, কোম্পানিটি ৯০-এর দশকের ক্লাসিক Nokia 3210 স্মার্টফোনটি আধুনিক টুইস্ট সহ বাজারে ফিরিয়ে এনেছে। বর্তমানে তারা আরও কিছু ফোনের সাথেও এমনটা করবে বলে শোনা যাচ্ছে। ফিনল্যান্ডের কোম্পানিটি কিছুদিন ধরেই HMD Skyline নামে নতুন ডিভাইসের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছিল। আর এখন সূত্র মারফৎ এর প্রথম রেন্ডারগুলি প্রকাশ্যে এসেছে, যা একটি পুরনো নোকিয়া ফোনের কথা মনে করিয়ে দেয়। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সামনে এল HMD Skyline ফোনের ফার্স্ট লুক

এক এক্স (সাবেক টুইটার) ইউজার তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে এইচএমডি স্কাইলাইন কোডনেম যুক্ত ফোনটির প্রথম রেন্ডারগুলি শেয়ার করেছেন। রেন্ডারগুলি এমন একটি হ্যান্ডসেট প্রদর্শন করেছে, যা নোকিয়া এন৯ ফোনে প্রথম ব্যবহৃত ফ্যাবুলা (Fabula) ডিজাইন ল্যাংগুয়েজের কথা মনে করিয়ে দেয়৷ আবার এর উজ্জ্বল হলুদ রঙ আইকনিক নোকিয়া লুমিয়া ৯২০ ফোনের নস্টালজিয়া ফিরিয়ে আনে।

তবে ডিজাইনটি পুরোনো নোকিয়া ফোনের ডিজাইন ল্যাংগুয়েজ ফিরিয়ে আনলেও, তবে এর স্পেসিফিকেশনগুলি সময়োপযোগী হবে বলে আশা করা যায়। আগের একটি রিপোর্ট অনুসারে, স্কাইলাইন মসৃণ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ আধুনিক ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি মিড-রেঞ্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে।

HMD Skyline ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সিস্টেম দেখা যাবে, যার মধ্যে ১০৮ মেগাপিক্সেলের সেন্সর, একটি আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ম্যাক্রো/ ডেপ্থ সেন্সর অবস্থান করবে৷ সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকবে। পায়ের ব্যাকআপের জন্য, HMD Skyline ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে।

এছাড়াও, HMD Skyline ফোনে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং প্রাপ্ত চ্যাসিস থাকবে। আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টেরিও স্পিকারগুলির মতো আধুনিক সুবিধাগুলিও এতে মিলবে বলে জানা গেছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, মোবাইল ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে। HMD Skyline ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫২০ ইউরো (প্রায় ৪৬,৭০০ টাকা) হবে বলে আশা করা হচ্ছে এবং এটি জুলাই মাসের মধ্যে লঞ্চ হবে বলে জানা গেছে।