Categories: Mobiles

ভ্লগিং করুন চুটিয়ে, দুর্ধর্ষ ক্যামেরা ও 100W চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল Honor 100 সিরিজ

অনর গত মে মাসে Honor 90 এবং 90 Pro স্মার্টফোন সমন্বিত Honor 90 সিরিজটি উন্মোচন করেছিল। আর আজ, ব্র্যান্ডটি এই মডেল দুটির উত্তরসূরির ওপর থেকে পর্দা সরিয়েছে। ফ্ল্যাগশিপ Honor 100 সিরিজটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। ব্র্যান্ড এবার সব জল্পনার অবসান করে Honor 100 এবং Honor 100 Pro লঞ্চ করেছে। Honor 100 হল বিশ্বের প্রথম Qualcomm Snapdragon 7 Gen 3-চালিত ফোন এবং আর Honor 100 Pro-তে আরও শক্তিশালী Snapdragon 8-সিরিজের প্রসেসর ব্যবহার হয়েছে৷ এছাড়াও, এই হ্যান্ডসেটগুলি ওলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে Honor 100 সিরিজের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor 100 সিরিজের ডিজাইন

অনর ১০০ এবং অনর ১০০ প্রো স্মার্টফোন দুটিই স্বতন্ত্র ডিজাইন অফার করে। উভয় মডেলের সামনেই কোয়াড-কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে থাকলেও, ফ্রন্ট ক্যামেরা সেটআপটি ভিন্ন। স্ট্যান্ডার্ড অনর ১০০-এর ডিসপ্লের ওপরে একটি সিঙ্গেল পাঞ্চ-হোল কাটআউট রয়েছে, আর প্রো ভ্যারিয়েন্টে ডুয়েল সেলফি ক্যামেরা সিস্টেমের জন্য পিল-আকৃতির কাটআউট বিদ্যমান।

আবার, অনর ১০০-এর পিছনে কালো ডি-আকৃতির ক্যামেরা আইল্যান্ড সহ একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখা গেছে, যার মধ্যে একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যদিকে, অনর ১০০ প্রো-এর রিয়ার শেলে ডিম্বাকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যেটিতে ট্রিপল ক্যামেরা ইউনিট এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে।

Honor 100 সিরিজের স্পেসিফিকেশন

অনর ১০০-এ ৬.৭ ইঞ্চির ওলেড প্যানেল রয়েছে, আর অনর ১০০ প্রো-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ওলেড স্ক্রিন। উভয় ডিসপ্লেই ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,৮৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং ২,৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। উভয় ফোনেই নিরাপত্তার জন্য একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান।

পারফরম্যান্সের জন্য, Honor 100-এ রয়েছে Snapdragon 7 Gen 3 প্রসেসর, যা গত সপ্তাহে কোয়ালকম (Qualcomm) লঞ্চ করেছিল। এটি এলপিডিডিআর৫ র‍্যাম, ইউএফএস ৩.১ স্টোরেজ এবং ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। অন্যদিকে, Honor 100 Pro-এ Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত, যা এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Honor 100 Pro-এ ১০০ ওয়াট চার্জিং ও ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

এবার আসা যাক সিরিজের ফটোগ্রাফি ক্ষমতার প্রসঙ্গে। Honor 100 তার পূর্বসূরি, Honor 90 সিরিজের মতোই পেশাদার ভ্লগার বা ভ্লগিং করতে আগ্রহী ব্যক্তিদের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা ক্যামেরা সেটআপ নিয়ে হাজির হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটি আকর্ষণীয় ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ অসাধারণ ভ্লগিং করতে দেবে দেবে। অন্যদিকে, Honor 100 Pro অটোফোকাস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX816 লেন্স সমন্বিত ডুয়েল সেলফি ক্যামেরা ইউনিটের সাথে এসেছে।

রিয়ার ক্যামেরার ক্ষেত্রে, Honor 100 সিরিজের রিয়ার ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের Sony IMX906 প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। প্রো মডেলটিতে একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরাও অবস্থান করছে, যা ২.৫x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে যে, Honor 100 সিরিজ এসএলআর (SLR)-স্তরের ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

Honor 100 সিরিজের মূল্য এবং লভ্যতা

চীনের বাজারে Honor 100 তিনটি বিকল্পে এসেছে – ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এগুলির দাম যথাক্রমে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৬৫০ টাকা), ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,২১০ টাকা) এবং ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৫৮৫ টাকা)।

অন্যদিকে, Honor 100 Pro চারটি কনফিগারেশনে এসেছে, এগুলি হল ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ। এই ভেরিয়েন্টগুলি পাওয়া যাবে যথাক্রমে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৯০০ টাকা), ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৪২০ টাকা), ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,৯৫০ টাকা) এবং ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫১,৬৪০ টাকা) মূল্যে।

উভয় স্মার্টফোনই গ্লাস ব্ল্যাক, মুন শ্যাডো হোয়াইট, মনেট পার্পল এবং বাটারফ্লাই ব্লু – এই চারটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে। Honor 100 Pro-এর ব্লু ভ্যারিয়েন্টে আকর্ষণীয় ডুয়েল-টোন ডিজাইন রয়েছে। Honor 100 লাইনআপ চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ, এবং সেল ১ ডিসেম্বর থেকে শুরু হবে। Honor 100 এবং 100 Pro গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

7 hours ago