চোখ সুস্থ রাখতে বিশেষ প্রযুক্তি, অত্যাধুনিক আই-প্রোটেক্টিং স্ক্রিন সহ আসছে Honor 100 সিরিজ

আগামী ২৩ নভেম্বর চীনে Honor 100 সিরিজ লঞ্চ হতে চলেছে, যা স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্ট দ্বারা গঠিত। আবার এমনও শোনা যাচ্ছে যে, এই মডেল দু’টির…

আগামী ২৩ নভেম্বর চীনে Honor 100 সিরিজ লঞ্চ হতে চলেছে, যা স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্ট দ্বারা গঠিত। আবার এমনও শোনা যাচ্ছে যে, এই মডেল দু’টির পাশাপাশি Honor 100 GT নামে আরেকটি ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে সংস্থা। আত্মপ্রকাশের সময় এগিয়ে আসতেই এক জনপ্রিয় লিকস্টার Honor 100 সিরিজের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ফাঁস করেছেন।

Honor 100 সিরিজের আরও স্পেসিফিকেশন ফাঁস

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, অনর ১০০ সিরিজে ১.৫কে ওয়েসিস (Oasis) আই-প্রোটেক্টিং স্ক্রিন থাকবে, যা চোখের ওপর চাপ কমানোর লক্ষ্যে উন্নত ৩,৮৪০ হার্টজ পিডাব্লিউএম আই-প্রোটেক্টিং ডিমিং প্রযুক্তি অফার করবে। সিরিজটির সবকটি মডেলই ১০০ ওয়াট চার্জিং ক্ষমতা অফার করবে।

অনর ১০০ সিরিজের স্ট্যান্ডার্ড ভার্সনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর সহ প্রথম মডেল হিসাবে আসবে বলে জানা গিয়েছে। এই প্রসেসর একটি ২.৬৩ গিগাহার্টজের হাই-পারফরম্যান্স কোর, ২.৪০ গিগাহার্টজে রান করা তিনটি পারফরম্যান্স কোর এবং ১.৮০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি পাওয়ার-এফিশিয়েন্ট কোর থাকবে। এই চিপের সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭২০ জিপিইউ যুক্ত থাকবে। স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ এর পূর্বসূরি, স্ন্যাপড্রাগন ৭ জেন ২-এর সাফল্যের ওপর ভিত্তি করে পারফরম্যান্সের ক্ষেত্রে ব্যাপক উন্নতি করবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, হাই-এন্ড Honor 100 Pro মডেলটি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। গত বছরের শেষের দিকে লঞ্চ করা এই চিপসেটটি চলতি বছরের একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে এবং দৃঢ় কর্মক্ষমতার জন্য প্রশংসিত।

এছাড়া ফটোগ্রাফির জন্য, Honor 100 সিরিজের প্রতিটি মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। এই ফোনগুলির ক্যামেরা সেটআপ, বিশেষ করে Honor 100 Pro এসএলআর-গ্রেডের ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স অফার করবে বলে কোম্পানির এক কর্মকর্তা দাবি করেছেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে Honor 100 লাইনআপের ডিজাইন ফাঁস হয়েছে, যা দেখায় যে স্ট্যান্ডার্ড মডেলের ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি ছোট কাটআউট থাকবে। অন্যদিকে, প্রো মডেলে একটি পিল-আকৃতির কাটআউট থাকতে পারে, যার মধ্যে সম্ভবত ডুয়েল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। প্রতিটি ভ্যারিয়েন্টের রিয়ার ক্যামেরা মডিউলে অভিনব ডিজাইন দেখা যাবে।