Categories: Mobiles

রাত পোহালেই লঞ্চ, Honor 200 ও 200 Pro স্মার্টফোনের দাম ফাঁস হয়ে গেল আগের দিনই

অনর গত মে মাসে চীনের বাজারে Honor 200 এবং Honor 200 Pro স্মার্টফোনগুলি উন্মোচন করেছিল। ইতিমধ্যেই কোম্পানিটি ঘোষণা করেছে যে Honor 200 সিরিজ শীঘ্রই ভারতের বাজারেও লঞ্চ করা হবে। তবে, এর ভারতীয় লঞ্চের আগে, অনর বিশ্ব বাজারে লাইনআপটি উন্মোচন করবে। Honor 200 সিরিজের গ্লোবাল লঞ্চ আগামীকাল (১২ জুন) নির্ধারিত হয়েছে৷ লঞ্চের একদিন আগে এখন Honor 200 এবং Honor 200 Pro ফোনের দাম প্রকাশ্যে এসেছে। কত দামে পাওয়া যাবে এই ফোনগুলি, আসুন জেনে নেওয়া যাক।

ফাঁস হল Honor 200 এবং Honor 200 Pro ফোনের দাম

অনর ২০০ সিরিজের গ্লোবাল লঞ্চ ইভেন্টটি আগামী ১২ জুন প্যারিসে অনুষ্ঠিত হবে। আর এখন টিপস্টার সুধাংশু আম্ভোরে প্রকাশ করেছেন যে, অনর ২০০ এবং অনর ২০০ প্রো ফোন দুটি ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে স্ট্যান্ডার্ড অনর ২০০ মডেলের দাম হবে ৬০০ ইউরো (প্রায় ৫৪,০০০ টাকা) থেকে ৬৫০ ইউরো (প্রায় ৫৮,৫০০ টাকা) এর মধ্যে, যেখানে অনর ২০০ প্রো মডেলের দাম থাকবে ৭৫০ ইউরো (প্রায় ৬৭,৫০০ টাকা) থেকে ৮০০ ইউরো (প্রায় ৭২,০০০ টাকা)-এর মধ্যে।

রিপোর্ট থেকে আরও জানা গেছে ব্র্যান্ডটি কিছু ইউরোপীয় দেশে অনর ২০০ পোর্ট্রেট বক্স বান্ডিলের সাথে ৯৯ ডলার (প্রায় ৮,৯০০ টাকা) মূল্যের ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডস বিনামূল্যে অফার করবে। মনে করা হচ্ছে যে অনর ২০০ এবং অনর ২০০ প্রো হ্যান্ডসেটের গ্লোবাল মডেলগুলিতে তাদের চীনা সংস্করণের মতো একই স্পেসিফিকেশন মিলবে।

Honor 200 এবং Honor 200 Pro: স্পেসিফিকেশন

Honor 200 এবং Honor 200 Pro স্মার্টফোনগুলি একই ডিজাইন এবং প্রায় একইরকম হাই-এন্ড স্পেসিফিকেশন অফার করে। উভয় ফোনেই বিস্তৃত ৬.৭ ইঞ্চির কোয়াড-কার্ভ ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। তবে স্ট্যান্ডার্ড মডেলটির রেজোলিউশন ২,৬৬৪ x ১,২০০ পিক্সেল এবং আর প্রো ভ্যারিয়েন্টের স্ক্রিনটি ২,৭০০ x ১,২২৪ পিক্সেলের রেজোলিউশন অফার করে। এছাড়া, এই ডিসপ্লেগুলি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,৮৪০ হার্টজ পিডব্লিউএম ডিমিং এবং ৪,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে, যা প্রাণবন্ত ভিজ্যুয়াল এবং মসৃণ ইউজার এক্সপেরিয়েন্স নিশ্চিত করে।

পারফরম্যান্সের জন্য, Honor 200 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেটটি রয়েছে, আর Pro ভ্যারিয়েন্টটি Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসরে চলে। উভয় ডিভাইসেই ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। প্রো মডেলটি ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, Honor 200 ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবি লাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX906 প্রাইমারি সেন্সর রয়েছে, যেখানে প্রো ভ্যারিয়েন্টে ওআইএস সহ একটি OmniVision OV50H প্রাইমারি ক্যামেরা রয়েছে। উভয় ফোনই একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা অফার করে, যেটিকে একটি ম্যাক্রো ক্যামেরা হিসাবেও ব্যবহার করা হয়। এছাড়া, ক্যামেরা সেটআপের মধ্যে ২.৫x অপটিক্যাল জুম এবং ওআইএস সাপোর্ট সহ একটি ৫০ মেগাপিক্সেলের IMX856 টেলিফটো লেন্স বিদ্যমান। সেলফির জন্য, Honor 200 ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে, যেখানে প্রো ভ্যারিয়েন্টে একটি ৩ডি ডেপ্থ সেন্সর দেখা যায়।

এছাড়াও, Honor 200 এবং Honor 200 Pro উভয় ফোনই একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল স্পিকার, আইআর ব্লাস্টার, নিয়ার ফিল্ড কমিউনিকেশন কানেক্টিভিটি এবং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওএস ৮.০ (MagicOS 8.0) কাস্টম স্কিন অফার করে। সবশেষে, Honor 200 Pro ভ্যারিয়েন্টটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫৫ (IP55) রেটিং প্রাপ্ত চ্যাসিস সহ এসেছে, যা স্ট্যান্ডার্ড মডেলে নেই।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago