Honor 200: বাজার কাঁপানো ফিচার্সের সঙ্গে ব্লকবাস্টার ফোন লঞ্চ করল অনর, দাম দেখে নিন

Honor 200 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি অবশেষে আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হল। এই লাইনআপে দুটি মডেল রয়েছে: Honor 200 এবং Honor 200 Pro। এর মধ্যে স্ট্যান্ডার্ড Honor…

Honor 200 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি অবশেষে আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হল। এই লাইনআপে দুটি মডেল রয়েছে: Honor 200 এবং Honor 200 Pro। এর মধ্যে স্ট্যান্ডার্ড Honor 200 মডেলে ওলেড (OLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৫,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন নবাগত Honor 200 ফোনটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor 200: স্পেসিফিকেশন

অনর ২০০ ফোনে ৬.৭ ইঞ্চির ২,৬৬৪×১,২০০ ওলেড (OLED) ফোর-এজ কার্ভড ডিসপ্লে সহ আসে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,৮৪০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম (PWM) ডিমিং সাপোর্ট করে। এই ডিসপ্লেটি ৪,০০০ নিটের লোকাল পিক ব্রাইটনেস এবং ১.০৭ বিলিয়ন কালার প্রদর্শন করতে পারে। স্ক্রিনটিতে ন্যাচারাল লাইট-লাইক চোখের সুরক্ষা এবং স্লিপ-অ্যাসিস্ট ডিসপ্লে টেকনোলজিও রয়েছে এবং এটি টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland) ফ্লিকার-ফ্রি সার্টিফিকেশন পাস করেছে।

পারফরম্যান্সের জন্য, অনর ২০০ অ্যাড্রেনো ৭২০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেটটি রয়েছে। দক্ষতার সাথে হিট ম্যানেজমেন্টের করতে, অনরের এই ফোনটিতে রয়েছে অল-ডোমেন কোল্ড ড্রাইভ কুলিং সিস্টেম ২.০। কুলিং সিস্টেমে ৫,০২৯ বর্গ মিলিমিটারের একটি এক্সট্রা-লার্জ ভিসি ভিসি এরিয়া বিদ্যমান, যা ৩,৪৬৯৬ বর্গ মিলিমিটারের আকর্ষক সামগ্রিক হিট ডিসিপেশনের ক্ষেত্রে অবদান রাখে। এর কুলিং ক্ষমতা বেশি হলেও, ০.৩ মিলিমিটারের সিস্টেমটি যথেষ্ট স্লিম। এটি ডিভাইসটিকে মসৃণ এবং ব্যবহারে আরামদায়ক করে তোলে।

র‍্যাম ও স্টোরেজের ক্ষেত্রে, Honor 200 পাঁচটি ভ্যারিয়েন্টে এসেছে – ৮ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ২৫৬ জিবি, ১৬ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি এবং ১৬ জিবি + ৫১২ জিবি। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ভিত্তিক ম্যাজিকওএস ৮.০ (MagicOS 8.0) কাস্টম স্কিনে চলে। ফোনটিতে ওয়ান-ক্লিক ব্লকবাস্টার ভিডিও ক্রিয়েশন, গ্যালারি সেমেন্টিক সার্চ, ডায়নামিক ক্যাপসুল, ম্যাজিক লক স্ক্রিন এবং মাল্টিটাস্কিং এবং পার্সোনালাইজেশনের জন্য বিভিন্ন অত্যাধুনিক মোড।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Honor 200 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৯৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, এফ/২.৪ অ্যাপারচার ও ওআইএস সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। রিয়ার ক্যামেরাটি ৪কে ভিডিও রেকর্ডিং এবং ৫০x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করে। এটি নাইট মোড, পোর্ট্রেট মোড এবং এআই ফটোগ্রাফি সহ অসংখ্য শুটিং মোড অফার করে। আর ফোনের সামনে এফ/২.১ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সেলফি ক্যামেরা রয়েছে, যা ৪কে ভিডিও রেকর্ডিং এবং পোর্ট্রেট ও নাইট মোডের মতো একাধিক শুটিং মোড সাপোর্ট করে৷

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor 200 ফোনে ১০০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ব্যাটারিটি মাত্র ১৫ মিনিটে ফোনটিকে ৫৭% পর্যন্ত চার্জ করতে পারে। ডিভাইসটিতে একটি এআই (AI) ইন্টেলিজেন্ট চার্জিং মোড রয়েছে, যা ব্যবহারকারীদের চার্জ করার অভ্যাসকে বুদ্ধিমত্তার সাথে সনাক্ত করে এবং একটি সর্বোত্তম চার্জিং অভিজ্ঞতা প্রদানের জন্য বিভিন্ন কারণের ওপর ভিত্তি করে চার্জিং প্রোটেকশন স্ট্র্যাটিজিগুলি অ্যাডজাস্ট করে।

এছাড়া, Honor 200 ফোনটি 5G এবং 4G সহ বিভিন্ন নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড সহ ডুয়েল সিম কার্ড সাপোর্ট করে৷ সংযোগের ক্ষেত্রে, Honor 200 ফোনে ডাব্লিউএলএএন (WLAN) প্রোটোকল ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/এএক্স, ব্লুটুথ ৫.৩, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) ফিচারটি রয়েছে। ডিভাইসটিতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বিদ্যমান। অডিওর জন্য, ডিভাইসটিতে হিস্টেন ৭.১ অডিও এফেক্ট সহ স্টেরিও স্পিকার অন্তর্ভুক্ত রয়েছে। Honor 200 হ্যান্ডসেটের দৈর্ঘ্য ১৬১.৫ মিমি, প্রস্থ ৭৪.৬ মিমি এবং পুরুত্ব ৭.৭ মিমি, আর ফোনটির ওজন প্রায় ১৮৭ গ্রাম।

Honor 200: মূল্য এবং লভ্যতা

চীনা বাজারে Honor 200 ফোনটি মুনলাইট হোয়াইট, কোরাল পিঙ্ক, ভেলভেট ব্ল্যাক এবং সি ব্লু কালার অপশনে পাওয়া যাবে। এর বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,০০০ টাকা)। আর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ উভয় ভ্যারিয়েন্টের মূল্য ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৪১০ টাকা) এবং টপ-এন্ড ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৬,৪১০ টাকা) মূল্যে কেনা যাবে। ফোনটির প্রি-সেল আগামী ২৭ মে এবং অফিসিয়াল সেল ৩১ মে থেকে শুরু হবে৷ এই ডিভাইসগুলি অনর মল (Honor Mall), প্রধান অনুমোদিত ই-কমার্স প্ল্যাটফর্ম, অনর এক্সপেরিয়েন্স স্টোর (Honor Experience Store) এবং কোম্পানি অনুমোদিত রিটেইল স্টোর সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কেনার জন্য উপলব্ধ হবে। তবে Honor 200 সিরিজ ভারতসহ গ্লোবাল মার্কেটে কবে আসবে, তা এখনও জানা যায়নি।