PAN-Aadhaar Link: ৩০ জুনের মধ্যে প্যানের সাথে লিঙ্ক হয়নি আধার, এবার কী করবেন?

প্যান-আধার লিঙ্ক: ফাইন্যান্স অ্যাক্ট, ২০২১-এ নতুন আইনি ধারা যুক্ত হওয়ার দরুন ভারত সরকার বহু মাস আগেই প্রতিটি নাগরিকের জন্য প্যান-আধার লিঙ্ক করার বিষয়টি বাধ্যতামূলক করেছে। যদিও এই কাজের জন্য বারবার সময়সীমা বা ডেডলাইন বাড়ানো হয়েছে – প্রথমে আধার কার্ডের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩১শে মার্চ, ২০২২ পর্যন্ত, যার পরে এই সময়সীমা পুরো এক বছর মানে ৩১শে মার্চ, ২০২৩ অবধি বাড়ানো হয়। তারও পরে আবার সরকার, নাগরিকদের ৩০শে জুন পর্যন্ত সময় দেয় যা বর্তমানে অতিক্রান্ত। এমতাবস্থায় আগামীদিনে প্যান-আধার লিঙ্কের জন্য আরও সময় দেওয়া হবে কিনা সেই বিষয়ে আপাতত কিছুই বলেনি কেন্দ্র। তাই আপনি আগের মাসের ৩০ তারিখের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার প্যানকার্ড ১লা জুলাই, ২০২৩ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে; আর এমনটা হলে বহু ক্ষেত্রেই আপনি প্যান কার্ড ব্যবহার করতে পারবেননা। প্রশ্ন হচ্ছে তাহলে এই পরিস্থিতিতে করণীয় কী?

PAN Card অকেজো হলে কী কী অসুবিধা?

১. নিষ্ক্রিয় প্যান ব্যবহার করে আয়কর রিটার্ন দাখিল করা যাবেনা।

২. পেন্ডিং থাকা রিটার্নের প্রক্রিয়া এগোবেনা।

৩. প্যান নিষ্ক্রিয় হওয়ায় পেন্ডিং রিফান্ড ইস্যু হবেনা।

৪. এক্ষেত্রে কোনো পেন্ডিং থাকা প্রক্রিয়া সম্পন্ন করা যাবেনা।

৫. উচ্চ হারে কর বা ট্যাক্স দিতে হবে।

নিষ্ক্রিয় PAN Card আবার হবে সক্রিয়

যেমনটা শুরুতেই বলেছি, আধার-প্যান লিঙ্ক নিয়ে সরকার এখন আর কোনো ঘোষণা করেনি। কিন্তু আপনি যদি এই মুহূর্ত অবধি আধারের সাথে প্যান লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে উপরে উল্লেখিত ঝামেলাগুলি পোহাতে হবে। তবে চিন্তার কিছু নেই, এরপরেও থাকছে নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় করার উপায়। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি গত ৩০শে জুন, ২০২৩-এর মধ্যে তাঁদের আধার এবং প্যান লিঙ্ক করতে ব্যর্থ হন এবং পরবর্তী কালে প্যান-আধার লিঙ্ক করাতে চান, তাহলে তাঁরা জরিমানা দিয়ে কাজটি এখনও সেরে ফেলতে পারবেন।

সিবিডিটি (CBDT) সার্কুলার অনুযায়ী, যদি কারো প্যান কার্ড কোনোভাবে অকেজো হয়ে পড়ে, তাহলে সেটিকে পুনরায় ব্যবহারযোগ্য গড়ে তোলার জন্য কার্ড ইউজারকে কর্তৃপক্ষের কাছে ১,০০০ টাকা জরিমানা জমা দিয়ে আবেদন করতে হবে; এতে করে ৩০ দিনের মধ্যে ফের প্যান কার্ড চালু হয়ে যাবে। মানে, আপনি যদি আজ ৩রা জুলাই আধারের সাথে প্যান লিঙ্ক করার জন্য অনুরোধ করেন, তবে জরিমানা দেওয়ার পর আপনার প্যান ২রা আগস্ট বা তার আগে ফের সক্রিয় হয়ে যাবে।

কীভাবে এখন PAN-Aadhaar লিঙ্ক করবেন?

১. এই মুহূর্তে আধারের সাথে প্যান লিঙ্ক করতে বা নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় করার জন্য প্রথমে ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং (e-Filing) পোর্টালে যান৷

২. এরপর ওয়েবসাইটের হোমপেজে উপলব্ধ ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’ (Link Aadhaar Status)-এ ক্লিক করুন৷

৩. সংশ্লিষ্ট জায়গায় নিজের প্যান ও আধার নম্বর দিন এবং পরবর্তী ক্লিক করুন ‘ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস’ (View Link Aadhaar Status) অপশনে।

৪. এক্ষেত্রে আধার-প্যান লিঙ্ক করা না থাকলে স্ক্রিনে ‘লিঙ্ক আধার’ (Link Aadhaar) শীর্ষক একটি পপ আপ ভেসে উঠবে।

৫. প্রদর্শিত অপশনে প্রয়োজন মতো তথ্য দিয়ে টাকা জমা দিলেই আবেদন সম্পন্ন হবে৷