Xiaomi-কে টেক্কা দিতে 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে Honor, সমর্থন করবে 100W চার্জিং

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা অনর (Honor) গত মে মাসে তাদের Honor 70 সিরিজের ফ্ল্যাগশিপ হান্ডসেগুলি লঞ্চ করেছিল। আর...
Ananya Sarkar 8 Nov 2022 1:40 PM IST

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা অনর (Honor) গত মে মাসে তাদের Honor 70 সিরিজের ফ্ল্যাগশিপ হান্ডসেগুলি লঞ্চ করেছিল। আর বর্তমানে শোনা যাচ্ছে চলতি বছরের শেষে এর উত্তরসূরি হিসেবে Honor 80 সিরিজের নতুন মডেলগুলি বাজারে উন্মোচিত হবে। সংস্থার লেটেস্ট এই ফ্ল্যাগশিপ ফোনগুলি বড় ধরনের আপগ্রেডের সাথে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এগুলির ডিসপ্লে, পারফরম্যান্স এবং ইমেজের ক্ষেত্রে পূর্বসূরির তুলনায় প্রভূত উন্নতি পরিলক্ষিত হবে। তবে, সংস্থার তরফে Honor 80 সিরিজটির সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করার আগেই এখন এক ডিজিট্যাল ব্লগার Honor 80 Pro-এর মূল হার্ডওয়্যারের বিবরণ সংক্রান্ত কিছু তথ্য প্রকাশ করেছেন। চলুন এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Honor 80 Pro-এর হার্ডওয়্যারের বিবরণ ফাঁস

ডিজিট্যাল ব্লগার এজাইবেস্টং দাবি করেছেন যে, নতুন অনর ৮০ সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। এই সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড অনর ৮০ এবং অনর ৮০ এসই-এর পাশাপাশি টপ-এন্ড অনর ৮০ প্রো মডেলটিও বাজারে পা রাখবে। এই স্মার্টফোন তিনটিই ভিন্ন প্রসেসরের সাথে আসবে। অনর ৮০ এসই মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত হবে, আর রেগুলার অনর ৮০-তে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ চিপসেট। অন্যদিকে, অনর ৮০ প্রো-এ ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর।

দেখাই যাচ্ছে যে, উল্লেখিত তিনটি নতুন অনর হ্যান্ডসেটের অবস্থান খুবই স্পষ্ট। সিরিজটি এন্ট্রি লেভেল থেকে হাই এন্ড পর্যন্ত সব লেভেল কভার করছে। তাই, অনর ৮০ সিরিজ বিভিন্ন মানুষের চাহিদা মেটাতে সক্ষম হবে। যদিও, এখন এই লাইনআপের অধীনে প্রো প্লাস সংস্করণটি নাও আসতে পারে।

অনর ৮০ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Honor 80 Pro Expected Specifications

সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, Honor 80 সিরিজের হাই-এন্ড মডেল 80 Pro-এ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হবে। সেন্সরটি স্যামসাংয়ের এইচপি১ হতে পারে। তবে, এই দাবি সমর্থনের জন্য কোনও অফিসিয়াল রিপোর্ট এখনও সামনে আসেনি। সুতরাং, এটি আপাতত একটি জল্পনা হিসেবেই রয়ে গেছে। এছাড়া, এই ডিভাইসটি একটি ১.৫কে হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং স্ক্রিন সহ আসবে বলে জানা গেছে।

চার্জিংয়ের ক্ষেত্রে, Honor 80 সিরিজে ১০০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং (Pro মডেল) পর্যন্ত সাপোর্ট করবে। Honor 80 SE এবং Honor 80-এ যথাক্রমে ফ্ল্যাট স্ক্রিন এবং কার্ভড স্ক্রিন সলিউশন ব্যবহার করা হবে। নতুন Honor 80 সিরিজটি চলতি মাসের শেষের দিকে বাজারে পা রাখতে পারে। তাই আগামী সপ্তাহগুলিতে এই ডিভাইসগুলি সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story