Honor 80 SE ওলেড ডিসপ্লে ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, চমৎকার ডিজাইন

জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড অনর আজ (২৩ নভেম্বর) তাদের দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে ব্র্যান্ড-নিউ Honor Magic Vs-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। শুধু তাই নয়, আজকের লঞ্চ ইভেন্টে ব্র্যান্ডটি Honor 80, Honor 80 Pro এবং Honor 80 SE- এই তিনটি মডেলও উন্মোচন করেছে। তারমধ্যে “SE” মডেলটি লাইনআপের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের অফার হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই মডেলটি কার্ভড ওলেড ডিসপ্লে, MediaTek Dimensity 900 প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৬০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে নয়া অনর ফোনটির দাম, উপলব্ধতা ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

অনর ৮০ এসই-এর মূল্য এবং লভ্যতা – Honor 80 SE Price and Availability

চীনের বাজারে অনর ৮০ এসই-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,৪২০ টাকা) এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য যথাক্রমে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩০,৮৫০ টাকা)। ফোনটি মুনলাইট ক্রিস্টাল, আইসল্যান্ড ফ্যান্টাসি, চেরি পিঙ্ক কোরাল বা ব্রাইট ব্ল্যাক-এর মতো আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে। অনর ৮০ এসই-এর প্রি-অর্ডার প্রক্রিয়া আজ (২৩ নভেম্বর) থেকেই শুরু হয়ে গেছে এবং এটি আগামী ৯ ডিসেম্বর থেকে দেশীয় বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে।

অনর ৮০ এসই-এর স্পেসিফিকেশন – Honor 80 SE Specifications

ডিজাইনের দিক থেকে অনর ৮০ এসই স্ট্যান্ডার্ড অনর ৮০ এবং অনর ৮০ প্রো-এর থেকে আলাদা। তবে, এতে বেস এবং প্রো মডেলের মতোই কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে এবং প্রিমিয়াম লুক দেখা যায়। হ্যান্ডসেটটিতে ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুল এইচডি রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির কার্ভড ওলেড ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটি ১০ বিট কালার, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং অফার করে। আর অনর ৮০ এসই-এর সামনে দিকে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাট-আউট রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিকওএস ৭.০ (MagicOS 7.0) কাস্টম স্কিনে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Honor 80 SE-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করছে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার অন্তর্ভুক্ত রয়েছে৷ আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এছাড়া, Honor 80 SE-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৫জি সংযোগ, ওয়াইফাই ৫, ব্লুটুথ ৫.১, জিএনএসএস, এবং ইউএসবি ২.০ (টাইপ-সি)। ডিভাইসটি হাই-রেস অডিও (ওয়্যার্ড এবং ওয়্যারলেস) সার্টিফাইড এবং এটি একটি মোনো স্পিকারের সাথে এসেছে। নিরাপত্তার জন্য, এই অনর ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor 80 SE মডেলে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৬ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সবশেষে ফোনটির পরিমাপ ১৬১.৩ x ৭৩.৪ x ৭.৭ মিলিমিটার এবং ওজন ১৭৫ গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *