Honor 90 5G: চোখের ক্লান্তি কমাতে বিশেষ প্রযুক্তি, ক্যামেরা ছাড়াও অনরের নতুন ফোনে বড় চমক

অনর (Honor) দীর্ঘ তিন বছর পর আবার ভারতের স্মার্টফোন বাজারে ফিরে আসতে চলেছে। আগামী ১৪ সেপ্টেম্বর অনর টেক (Honor Tech) এদেশে Honor 90 5G স্মার্টফোনটি…

অনর (Honor) দীর্ঘ তিন বছর পর আবার ভারতের স্মার্টফোন বাজারে ফিরে আসতে চলেছে। আগামী ১৪ সেপ্টেম্বর অনর টেক (Honor Tech) এদেশে Honor 90 5G স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের আগে এখন কোম্পানি ডিভাইসটির ডিসপ্লের কিছু বৈশিষ্ট্য শেয়ার করেছে। তার মধ্যে সবচেয়ে উল্ল্যেখযোগ্য হল ৩,৮৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি, যা ইউজারদের পাঁচ-স্তরীয় চোখের সুরক্ষা অফার করবে।

Honor 90 5G-এর ডিসপ্লে স্পেসিফিকেশন

অনর নিশ্চিত করেছে যে, অনর ৯০ ৫জি-তে ৬.৭ ইঞ্চির কোয়াড-কার্ভড ফ্লোটিং অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে উজ্জ্বল রঙ এবং উন্নত এইচডিআর কন্টেন্টের জন্য ১,৬০০ নিটের পিক এইচডিআর ব্রাইটনেস অফার করে। এছাড়াও, স্মার্টফোনটি সবচেয়ে নিরাপদ ৩,৮৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি ব্যবহার করে ‘জিরো রিস্ক আই-কমফোর্ট ডিসপ্লে’ অফার করবে। এটি ফ্লিকার কমায়, যা ডিসপ্লেটিকে ইউজারদের দেখার জন্য আরও সুবিধাজনক করে তুলবে এবং এটি দীর্ঘক্ষণ দেখার জন্য আরও আরামদায়ক হবে।

এছাড়াও, অনর ৯০ ৫জি টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland)-এর ফ্লিকার-ফ্রি সার্টিফিকেশন পেয়েছে, যা ফ্লিকার-মুক্ত ডিমিং নিশ্চিত করে। এটি যেসমস্ত ব্যবহারকারীরা দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন, তাদের জন্য উপযুক্ত হবে। Honor 90 5G-এর ডায়নামিক ডিমিং আলোর অবস্থা এবং ব্যবহারের ওপর ভিত্তি করে উজ্জ্বলতা অ্যাডজাস্ট করে চোখের ক্লান্তি ১৮% পর্যন্ত কমাবে।

Honor, Honor 90 5G, Honor 90 5G Camera, Honor 90 5G Display, Honor 90 5G Specifications

আবার, এটি ক্ষতিকারক ব্লু লাইট ফিল্টার করবে এবং ফোনটিতে স্ক্রিনের রঙের সামঞ্জস্যবিধান করে ঘুমের উন্নতি করতে সার্কাডিয়ান নাইট ডিসপ্লে প্রযুক্তিও মিলবে। পরীক্ষায় এই ফিচারটির সাথে মেলাটোনিনের মাত্রা ২০% বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। Honor 90 5G আগামী ১৪ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে এবং এটি অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) সাইটে বিক্রির জন্য উপলব্ধ হবে।