Categories: Mobiles

বিশাল বড় ব্যাটারির সাথে দুর্দান্ত ক্যামেরা, Honor 90 GT এর সেল শুরু আজ থেকে

গত ২২শে ডিসেম্বর চীনের বাজারে আত্মপ্রকাশ করে Honor 90 GT স্মার্টফোন। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২৬শে ডিসেম্বর এটি ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। জানিয়ে রাখি, এটি হল সংস্থার প্রথম স্মার্টফোন যা ২৪ জিবি র‍্যাম অফার করে। এছাড়া এই সাব-ফ্ল্যাগশিপ মডেলটি ১.৫কে OLED ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ৫,২০০ এমএএইচ ব্যাটারি এবং ৩ডি ভেপার চেম্বার কুলিং ইউনিটের মতো একাধিক উল্লেখযোগ্য ফিচারের সাথে এসেছে। চলুন Honor 90 GT স্মার্টফোনের দাম ও বিশেষত্ব সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Honor 90 GT স্মার্টফোনের স্পেসিফিকেশন

অনর ৯০ জিটি স্মার্টফোনে স্লিম বেজেল পরিবেষ্টিত ৬.৬-ইঞ্চির ১.৫কে OLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,৮৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। আবার ডিভাইসের ব্যাক প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX906 প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স।

ভালো পারফরম্যান্স প্রদানের জন্য আলোচ্য হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি সর্বোচ্চ ২৪ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অফার করে। এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৭.২ (MagicOS 7.2) কাস্টম স্কিন দ্বারা চালিত।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এতে RF এনহ্যান্সমেন্ট C1 চিপ, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং ডুয়েল স্পিকার সিস্টেম বর্তমান। আবার হিট ডিসিপেশন জন্য ৫২৩৬৮mm² ৩ডি ভেপার চেম্বার কুলিং ইউনিট বিদ্যমান থাকছে। সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Honor 90 GT ফোনে ৫,২০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এটি ৭.১৯ মিমি পুরু এবং ওজনে ১৮৫ গ্রাম।

Honor 90 GT স্মার্টফোনের দাম

চীনের বাজারে অনর ৯০ জিটি স্মার্টফোন মোট চারটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। যার মধ্যে – ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩১,০৫০ টাকা) রাখা হয়েছে৷ এছাড়া ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ অপশনের দাম থাকছে যথাক্রমে ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৬৩৫ টাকা), ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৮,২২০ টাকা) ও ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,১৩০ টাকা)। এটি – ব্লু (লেদার টেক্সচার যুক্ত), ব্ল্যাক এবং গোল্ড কালার অপশনে লঞ্চ হয়েছে।

অনর তাদের এই নয়া হ্যান্ডসেটটি ভারত বা গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ করবে বা আদৌ করবে কিনা সেই সম্পর্কিত কোনো তথ্য এই মুহূর্তে অজানা।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

28 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

35 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago