Categories: Mobiles

200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে Honor 90 লঞ্চ হয়ে গেল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে

অনর (Honor) চীনের মার্কেটে তাদের লেটেস্ট নম্বর সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। Honor 90 লাইনআপে স্ট্যান্ডার্ড Honor 90 এবং Honor 90 Pro-মডেল দুটি অর্ন্তভুক্ত রয়েছে। এর মধ্যে রেগুলার মডেলটিতে ওলেড (OLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৯০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন Honor 90-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

Honor 90-এর ডিজাইন ও স্পেসিফিকেশন

ডিজাইনের নিরিখে, অনর ৯০-তে আগের প্রজন্মের তুলনায় খুব বেশি পরিবর্তন করা হয়নি। ফোনটির রিয়ার প্যানেলে দুটি বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যার মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। ফোনটি দৈর্ঘ্যে ১৬১.৯ মিলিমিটার ও প্রস্থে ৭৪.১ মিলিমিটার, আর এর পুরুত্ব ৭.৮ মিলিমিটার। অনর ৯০ কমপ্যাক্ট ডিজাইন এবং আরামদায়ক গ্রিপের মধ্যে ভারসাম্য বজায় রাখে। এটির ওজন প্রায় ১৮৩ গ্রাম।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, অনর ৯০-তে ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে, যা ২,৬৬৪×১,২০০ পিক্সেলের ফুলএইচডি রেজোলিউশন, ১৯.৯৮:৯ অ্যাসপেক্ট রেশিও, ১.০৭ বিলিয়ন কালার এবং ডিসিআই-পি৩ ওয়াইড কালার গ্যামট সাপোর্ট করে। স্ক্রিনটির কোণগুলি গোলাকার। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা মসৃণ মাল্টিটাস্কিং এর জন্য শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে।

অনর ৯০-তে অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ রয়েছে, যা গেমিং এবং মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সের জন্য স্মুদ গ্রাফিক্স রেন্ডারিং নিশ্চিত করে। এই অনর ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.১ (MagicOS 7.1) ইউজার ইন্টারফেসে রান করে। ডিভাইসটিতে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য, Honor 90-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে এফ/১.৯ অ্যাপারচার সহ ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার আউটসোল লেন্স, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স (এফ/২.২ অ্যাপারচার) এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ-অফ-ফিল্ড লেন্স (এফ/২.৪ অ্যাপারচার) রয়েছে। রিয়ার ক্যামেরাটি ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ সর্বাধিক ৪কে (৩,৮৪০×২,১৬০ পিক্সেল) ভিডিও রেকর্ডিং এবং এআই ফটোগ্রাফি, নাইট সিন মোড এবং প্রফেশনাল ফটো এবং ভিডিও অপশনগুলির মতো বিভিন্ন ধরণের শুটিং মোড সাপোর্ট করে।

সেলফির জন্য, Honor 90-এর সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং পোর্ট্রেট লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। এই ক্যামেরাটি ইআইএস (EIS) অ্যান্টি-শেক সহ ৪কে (4K) ভিডিও রেকর্ডিং এবং ডায়নামিক ফটো, পোর্ট্রেট মোড এবং টাইম-ল্যাপস ফটোগ্রাফি সহ বিভিন্ন শুটিং মোড সাপোর্ট করে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Honor 90-তে ৫,০০০ এমএএইচ লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি ব্যবহার করা গিয়েছে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ প্রদান করে। তবে, এই ব্যাটারিটির রেটেড ভ্যালু ৪,৯০০ এমএএইচ। এটি অনরের ৬৬ ওয়াট সুপার ফাস্ট চার্জার ব্যবহার করে ১১ভি/৬এ-এর সর্বোচ্চ সুপার-ফাস্ট চার্জ সহ ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Honor 90-এর মূল্য ও লভ্যতা

চীনের বাজারে Honor 90 স্ট্যান্ডার্ড সংস্করণটি বিভিন্ন স্টোরেজ বিকল্পের সাথে তিনটি ভিন্ন কনফিগারেশনে উপলব্ধ। এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,২০০ টাকা), যেখানে ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৭০০ টাকা)। আর টপ-এন্ড ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,১০০ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে। Honor 90 সিরিজের বিশ্বব্যাপী উপলব্ধতা সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি সংস্থা।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago