বাজারে আসছে Honor-এর সেরা স্মার্টফোন, লুকস এবং ফিচার্স দেখলে ফিদা হয়ে যাবেন

অনর গত মাসে চীনে দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে ফ্ল্যাগশিপ Honor Magic 6 Pro লঞ্চ করেছে। হোম মার্কেটে আত্মপ্রকাশের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, কোম্পানিটি বিশ্ব…

অনর গত মাসে চীনে দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে ফ্ল্যাগশিপ Honor Magic 6 Pro লঞ্চ করেছে। হোম মার্কেটে আত্মপ্রকাশের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, কোম্পানিটি বিশ্ব বাজারেও ডিভাইসটি খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে। আর এখন, Honor Magic 6 Pro থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে এটির গ্লোবাল লঞ্চের জন্য আর খুব বেশদিন অপেক্ষা করতে হবে না।

Honor Magic 6 Pro পেল NBTC-এর অনুমোদন

অনর ম্যাজিক ৬ প্রো সম্প্রতি ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) ডেটাবেসে উপস্থিত হয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, এটি BVL-N49 মডেল নম্বর বহন করে। যদিও, চীনের বাইরে ফোনটি আলাদা নাকি একই কেমন স্পেসিফিকেশন বা ফিচার অফার করবে, সে বিষযে কিছু জানা যায়নি। উল্লেখ্যচ, আজ স্মার্টফোনটি সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA)-এর অনুমোদনও লাভ করেছে।

এছাড়াও, আরেকটি প্রতিবেদনে ইউরোপিয়ান ইউনিয়ন (EU) এবং যুক্তরাজ্য (UK)-এর জন্য অনর ম্যাজিক ৬ প্রো-এর মূল্যও প্রকাশ করা হয়েছে। ডিভাইসটির দাম ইইউতে ১,২৮৯ ইউরো (প্রায় ১,১৬,২৮০ টাকা) এবং ইউকেতে ১,০৯৯ পাউন্ড স্টার্লিং (প্রায় ১,১৪,৯০০ টাকা) হবে বলে আশা করা হচ্ছে। এই দাম ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজের হতে পারে। অনর ম্যাজিক ৬ প্রো-এর চীনা মডেলে লম্বা ৬.৮ ইঞ্চির এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরে চলে।

ফটোগ্রাফির জন্য, Honor Magic 6 Pro-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি সেন্সর অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Magic 6 Pro-এ বড় ৫,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ৬৬ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং, সেইসাথে রিভার্স চার্জিং (ওয়্যার্ড এবং ওয়্যারলেস উভয়ই) সাপোর্ট করে।