Honor Magic Vs3: বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডিং ফোন লঞ্চ করে তাক লাগাল অনার

আজ অনার তাদের দুটি ফোল্ডেবল ফোন – অনার ম্যাজিক ভিএস ৩ এবং অনার ম্যাজিক ভি৩ মডেলের ওপর থেকে পর্দা সরিয়েছে৷ তারা গত বছরের ম্যাজিক ভিএস২ এবং ম্যাজিক ভি২-এর উত্তরসূরি হিসেবে এসেছে। উভয় ডিভাইসই তাদের পূর্বসূরির তুলনায় একটি নতুন ডিজাইন এবং উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করা স্পেসিফিকেশনের সাথে এসেছে। এগুলি সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬, ওয়ানপ্লাস ওপেন, ওপ্পো ফাইন্ড এন৩ ফোল্ডেবল ফোনগুলির সাথে প্রতিযোগিতা করবে। আসুন অনার ম্যাজিক ভিএস ৩ ফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

অনার ম্যাজিক ভিএস ৩ ফোনের স্পেসিফিকেশন

অনার ম্যাজিক ভিএস ৩ ফোনের সামনের অংশে ৬.৪৩ ইঞ্চির স্লিম বেজেল সহ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ২,৩৭৬ x ১,০৬০ পিক্সেলের রেজোলিউশন এবং ২,৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে একই ইনার প্যানেল রয়েছে, যার আকার ৭.৮ ইঞ্চি এবং রেজোলিউশন ২,৩৪৪ x ২,১৫৬ পিক্সেল। স্ক্রিনটির সর্বোচ্চ উজ্জ্বলতা ১,৬০০ নিট। উভয় স্ক্রিনেই ১২০ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট এবং এইচডিআর ভিভিড সাপোর্ট করে।

ডিজাইন সম্পর্কে বললে, অনার ম্যাজিক ভিএস ৩ হ্যান্ডসেটে রয়েছে স্লিম প্রোফাইল যা ফোল্ড করার সময় ৯.৭ মিলিমিটার স্লিম এবং আনফোল্ড করলে ৪.৬৫ মিলিমিটারের। ফোনটির ওজন মাত্র ২২৯ গ্রাম। রিয়ার প্যানেলে একটি প্রসারিত আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে, এটি ব্ল্যাক এবং সিলভার কালারের ডুয়েল-টোন লুক অফার করে। ফোনটির পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। ফোল্ডেবল ফোনটি ব্র্যান্ডের লুবান টাইটানিয়াম হিঞ্জ এবং শিল্ড স্টিল দিয়ে সজ্জিত, যা স্থায়িত্ব এবং হালকা ওজন নিশ্চিত করে।

ফটোগ্রাফির জন্য, অনার ম্যাজিক ভিএস ৩ ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসেছে। সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৪০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫x অপটিক্যাল এবং ৫০x ডিজিটাল জুম সহ একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ইউনিট রয়েছে৷ প্রাথমিক এবং পেরিস্কোপ লেন্স ওআইএস সাপোর্ট করে। কভার এবং ইনার স্ক্রিনে সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের এবং ৮ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে।

পারফরম্যান্সের জন্য, অনার ম্যাজিক ভিএস ৩ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরে চলে। এটি সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোল্ডেবল ফোনটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে। এছাড়াও, অনার ম্যাজিক ভিএস ৩ হ্যান্ডসেটে স্থিতিশীল সংযোগ এবং গোপনীয়তা সুরক্ষার জন্য যথাক্রমে আরএফ এনহ্যান্সমেন্ট এবং সিকিউরিটি চিপ রয়েছে। ডিভাইসটি স্প্লিট স্ক্রিন এবং একাধিক আকর্ষণীয় ফিচার সহ অ্যান্ড্রয়েড ভিত্তিক ম্যাজিকওএস ৮.০ কাস্টম স্কিনে চলে।

অনার ম্যাজিক ভিএস ৩ ফোনের মূল্য এবং লভ্যতা

অনার ম্যাজিক ভিএস ৩ কিলিয়ান স্নো, টুন্ড্রা গ্রিন এবং ভেলভেট ব্ল্যাক কালারে পাওয়া যাবে। ফোল্ডেবল ফোনটির বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮০,৬২৫ টাকা)। এই উচ্চতর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য যথাক্রমে ৭,৬৯৯ ইউয়ান (প্রায় ৮৮,৭০০ টাকা) এবং ৮,৬৯৯ ইউয়ান (প্রায় ১,০০,২০০ টাকা)। আগামী ১৯ জুলাই থেকে অনার ম্যাজিক ভিএস ৩ ফোনটির সেল শুরু হবে। এটি ভারতীয় বাজারে কবে আসবে, তা এখনও জানা যায়নি।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago