ইন্টেলের প্রসেসর ও ১৬ জিবি র‌্যাম সহ লঞ্চ হল Honor Magicbook 14 2021 এবং 15 2021 ল্যাপটপ

গ্লোবাল টেকনোলজি ব্রান্ড Honor আজ Honor V40-এর পাশাপাশি Honor Magicbook 14 2021 এবং Honor Magicbook 15 2021 নামে দুটি নতুন উইন্ডোজ ল্যাপটপ লঞ্চ করেছে। দুটি…

গ্লোবাল টেকনোলজি ব্রান্ড Honor আজ Honor V40-এর পাশাপাশি Honor Magicbook 14 2021 এবং Honor Magicbook 15 2021 নামে দুটি নতুন উইন্ডোজ ল্যাপটপ লঞ্চ করেছে। দুটি ল্যাপটপেরই স্পেসিফিকেশন একই রকম, এমনকি দামও সমান। পার্থক্য বলতে শুধুমাত্র এদের স্ক্রিনের সাইজ আলাদা। অনার ম্যাজিকবুক ১৪ ২০২১ ল্যাপটপটি ১৪ ইঞ্চি এবং অনার ম্যাজিকবুক ১৫ ২০২১ ল্যাপটপটি ১৫ ইঞ্চি ডিসপ্লে প্যানেলের সাথে এসেছে৷ দুটি ল্যাপটপেই মিলবে ইন্টেল-এর প্রসেসর ও এনভিডিয়া-র জিপিইউ।

Honor Magicbook 14/15 2021 এর স্পেসিফিকেশন ও ফিচার

অনার ম্যাজিকবুকের ১৪ ২০২১ এবং ম্যাজিকবুক ১৫ ২০২১ মডেলে যথাক্রমে ১৪ ইঞ্চি ১৫.৬ ইঞ্চি আইপিএস (IPS) এলসিডি (LCD) স্ক্রিন রয়েছে। যার রেজোলিউশন ১০৮০x১৯২০ পিক্সেল (FHD, আসপেক্ট অনুপাত ১৬:৯, সর্বোচ্চ ব্রাইটনেস ৩০০ নিটস।

দুটি ল্যাপটপেই ইন্টেলের কোর i5- 1135G7 ও  i7-1165G7 প্রসেসর কনফিগারেশন পাওয়া যাবে। গ্রাফিক্সের জন্য ল্যাপটপদুটিতে থাকবে এনভিডিয়া-র GeForce MX450 জিপিইউ। দুটি মডেলেই ১৬ জিবি DDR4 ডুয়াল চ্যানেল র‌্যাম ও ৫১২ জিবি PCIe NVMe এসএসডি স্টোরেজ স্টান্ডার্ড হিসেবে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ম্যাজিকবুক ১৪-তে ৫৬Wh ব্যাটারি ও ম্যাজিকবুক ১৫-তে ৪২Wh ব্যাটারি পাওয়া যাবে। সাথে ৬৫W ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকছে।

Honor Magicbook 14/15 2021 এর দাম ও লভ্যতা

Honor Magicbook 14/15 2021-এর i5- 1135G7 প্রসেসরযুক্ত মডেলের দাম পড়বে ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬১,৯৫১ টাকা) এবং এর i7-1165G7 ভ্যারিয়েন্টের দাম ৬,৩৯৯ ইউয়ান (প্রায় ৭২,০৯০ টাকা)৷ ম্যাজিকবুকের আগের মডেলগুলির মতো এগুলি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে বলে আশা করা যায়৷