Honor Flip Phone: চমকে যাবে বিশ্ব, আসছে সবচেয়ে বড় ব্যাটারি ও ডিসপ্লে যুক্ত ফ্লিপ ফোন

অনর (Honor) একটি নতুন ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই ইন্টারনেটে ব্র্যান্ডটির একটি ফ্লিপ ফোনের ছবি ফাঁস হয়েছে, যা চীনের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল…

অনর (Honor) একটি নতুন ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই ইন্টারনেটে ব্র্যান্ডটির একটি ফ্লিপ ফোনের ছবি ফাঁস হয়েছে, যা চীনের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনে দাখিল করা একটি পেটেন্টের আবেদনপত্র থেকে সামনে এসেছিল। এই ফোনটি শার্প কর্নার সহ একটি অভিনব ডিজাইন অফার করে। অবশেষে পেটেন্টটি অনুমোদিত হয়েছে, যার অর্থ অনর ভবিষ্যতে এই অভিনব ডিজাইনের ফ্লিপ ফোনটি উন্মোচন করতে পারে। হ্যান্ডসেটটিকে দেখতে বাজারে বিদ্যমান অন্য যেকোনও ফ্লিপ ফোনের থেকে আলাদা। এই ডিভাইসটি কেমন হতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক।

Honor সর্ববৃহৎ বাহ্যিক ডিসপ্লে এবং ব্যাটারি ক্ষমতা সহ একটি ফ্লিপ ফোন শীঘ্রই আনছে বাজারে

নির্ভরযোগ্য টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, অনরের অভিনব ডিজাইনের আসন্ন ফ্লিপ ফোনটি আগামী মাসে, অর্থাৎ জুনে বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে এবং এটি সম্ভবত কোম্পানির ম্যাজিক সিরিজের একটি অংশ হবে। তিনি এও দাবি করেছেন যে, এটি এমন ফ্লিপ ফোন হবে, যার মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি এবং সবচেয়ে বড় কভার স্ক্রিন দেখা যাবে। পেটেন্ট ফাইলিংয়ের ছবিগুলির ওপর ভিত্তি করে, বাজারের অন্যান্য ফ্লিপ ফোনের তুলনায় পিছনের ক্যামেরা সিস্টেমটি খুব কম জায়গা জুড়ে অবস্থান করছে। ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের তুলনায় ছবিটি উল্লেখযোগ্যভাবে স্লিম বেজেল প্রদর্শন করেছে।

এছাড়াও ডিসিএস উল্লেখ করেছেন যে, অনরের ফোনটি যে পরিমাণ ফোল্ড সহ্য করতে সক্ষম হবে তা “আপেক্ষিকভাবে মারাত্মক”। গত ২৮ মে অনর ২০০ সিরিজের স্মার্টফোনগুলির লঞ্চের পর একটি সাক্ষাৎকারে, কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) ঝাও মিং তাদের আসন্ন ফ্লিপ ফোনের ইঙ্গিত দিয়ে উল্লেখ করেছেন যে, এটি একটি অভাবনীয় প্রাইস ট্যাগের সাথে বাজারে আসবে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অনরের সাপ্লাই চেইন বর্তমানে একটি ক্ল্যামশেল ফোল্ডেবলে সবচেয়ে বড় কভার স্ক্রিন অফার করার দিকে মনোনিবেশ করছে। এই সেকেন্ডারি স্ক্রিনের কার্যকারিতা ফোনের অন্যতম প্রধান হাইলাইট হতে পারে। সঠিক লঞ্চের তারিখ এই মুহুর্তে অজানা হলেও, খুব শীঘ্রই ফোনটির সম্পর্কে আরও জানা যাবে বলে আশা করা যায়।