Categories: Mobiles

Honor 90: ভারতে অনরের ফোনে থাকবে এই বিশেষ ফিচার, নিশ্চিত করলেন সংস্থার সিইও

দেশের স্মার্টফোনপ্রেমীরা বর্তমানে অনর (Honor)-এর প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কোম্পানিটি খুব শীঘ্রই Honor 90 লঞ্চের মাধ্যমে ভারতে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করবে বলে নিশ্চিত করেছে। ফোনটি নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনার মাঝে এখন সংস্থার ভারতীয় শাখার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) মাধব শেঠ Honor 90-এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।

Honor 90-এর সাথে পাওয়া যাবে ক্লিন এবং ব্লোটওয়্যার-মুক্ত ওএস এক্সপেরিয়েন্স

মাধব শেঠ ইউটিউবে অনর ৯০ ফোন এবং ব্র্যান্ডের সামগ্রিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বেশি কিছু কথা বলেছেন। অনরের স্মার্টফোনে গুগল অ্যাপস থাকবে কিনা ভক্তদের সেই প্রশ্নের জবাবে মাধব শেঠ আশ্বস্ত করে বলেন, অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের মতোই তাদের ফোনে গুগলের অ্যাপ এবং পরিষেবা মিলবে। অনর ৯০ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হবে।

ইতিবাচকভাবে, অনর তাদেরর ফোনে দুই বছরের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে। যদিও, এটি নিঃসন্দেহে স্যামসাং গ্যালাক্সি ডিভাইসগুলির থেকে অনেকটাই পিছনে, কিন্তু ভবিষ্যতে অনর তাদের সফ্টওয়্যার সাপোর্ট আরও উন্নত করতে পারে। শেঠ সফ্টওয়্যার এক্সপেরিয়েন্স সম্পর্কে আরও কিছু তথ্য শেয়ার করেছেন, যা ভবিষ্যতের অনর স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে।

তিনি প্রকাশ করেছেন যে, ব্র্যান্ড শুধুমাত্র গুগল ম্যাপস, গুগল ড্রাইভ বা বিভিন্ন প্রোডাক্টিভিটি অ্যাপের মতো অ্যাপ্লিকেশন এবং পরিষেবায ফোকাস করছে, যা সাধারণ ব্যবহারকারীরা মূলত ব্যবহার করে থাকেন। ফোনটি ম্যাজিকওএস ৭.১ (MagicOS 7.1)-এর সাথে আসবে যা “মসৃণ, স্থিতিশীল ইউজার ইন্টারফেস” প্রদান করবে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ, কোম্পানি Honor 90 এবং পরবর্তী স্মার্টফোনগুলির সাথে পরিষ্কার এবং আগে থেকে ইনস্টল করা অ্যাপ বা ব্লোটওয়্যার-মুক্ত সফ্টওয়্যার এক্সপেরিয়েন্সের প্রতিশ্রুতি দিচ্ছে। ফলে মেমোরির ওপর চাপ কমবে এবং ফোনের গতি বাড়বে।

হার্ডওয়্যারের ক্ষেত্রে, মাধব শেঠ শুধুমাত্র Honor 90 ডিসপ্লে সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, ফোনটিতে কোয়াড কার্ভড অ্যামোলেড ফ্লোটিং ডিসপ্লে থাকবে যা টেকসইও হবে। তবে স্বাভাবিক কারণেই তিনি স্পেসিফিকেশন সম্পর্কিত বেশিরভাগ বিবরণ গোপন রেখেছেন। এমনকি লঞ্চের তারিখটিও খোলসা করেননি তিনি।

উল্লেখ্য, Honor 90-এর দাম ভারতে ৩৫,০০০ টাকা থেকে ৪৫,০০০ টাকার মধ্যে থাকবে বলে শোনা যাচ্ছে। এটি সত্য হলে, ফোনটি একটি প্রতিযোগিতামূলক প্রাইস সেগমেন্টে লঞ্চ হবে। তাই Honor 90-কে Nothing Phone 2, iQOO Neo 7 Pro 5G, OnePlus Nord 3 এবং OnePlus 11R-এর মতো ইতিমধ্যেই জনপ্রিয় ফোনগুলির সাথে প্রতিযোগিতা করতে হবে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

27 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

33 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

42 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

53 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago