Honor Play 5 Vitality Edition ভার্চুয়াল র‌্যাম ফিচারের সাথে লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন

গত মে মাসে লঞ্চ করা Honor Play 5-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে নিয়ে এল অনর। কম মূল্যের এই স্মার্টফোনটির নাম Honor Play 5 Vitality Edition।…

গত মে মাসে লঞ্চ করা Honor Play 5-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে নিয়ে এল অনর। কম মূল্যের এই স্মার্টফোনটির নাম Honor Play 5 Vitality Edition। দামে সস্তা হলেও দুর্দান্ত ফিচারে পরিপূর্ণ এটি। Honor Play 5 Vitality Edition-এর ফিচারগুলির মধ্যে হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, এক্সটেন্ডেড র‌্যাম, সুপার-ফাস্ট চার্জিং উল্লেখযোগ্য। আসুন এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor Play 5 Vitality Edition দাম ও লভ্যতা

অনর প্লে ৫ ভাইটালিটি এডিশন-এর দাম শুরু ১,৭৯৯ ইউয়ান থেকে (প্রায় ২১,১৬৯ টাকা)। এটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। আবার ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের মূল্য ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৪০০ টাকা)। আপাতত ফোনটি শুধুমাত্র চীনে উপলব্ধ।

Honor Play 5 Vitality Edition: স্পেসিফিকেশন

৫জি কানেক্টিভিটিযুক্ত অনর প্লে ৫ ভাইটালিটি এডিশন ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও স্ক্রিন টু বডি রেশিও ৯৪ শতাংশ। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে। এক্সটেন্ডেড মেমরির মাধ্যমে অতিরিক্ত ২ জিবি অতিরিক্ত র‌্যাম ব্যবহার করা যাবে।

অনর প্লে ৫ ভাইটালিটি এডিশন-এর রিয়ার প্যানেলে এফ/১.৯ অ্যাপারচার-সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এফ/১.৯ অ্যাপারচারযুক্ত ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, এবং এফ/১.৯ অ্যাপারচার-সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেল্ফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা আছে।

অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক ম্যাজিক ইউআই ৪.২ মোবাইল সফটওয়্যারে রান করবে Honor Play 5 Vitality Edition। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে পাওয়া যাবে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট সুপারচার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন