6000mah ব্যাটারির সঙ্গে আসছে Honor Play 7T, লঞ্চের আগেই ছবি-ফিচার প্রকাশ্যে

অনর (Honor) আগামীকাল, ২৮ মার্চ চীনের বাজারে তাদের পরবর্তী মিড-রেঞ্জ ৫জি স্মার্টফোন, Honor Play 7T-এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে। এটি গত বছর এপ্রিল মাসে লঞ্চ হওয়া Play 6T-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। আর এখন লঞ্চের মাত্র একদিন আগে ব্র্যান্ডের তরফ থেকে Play 7T-এর ফ্রন্ট এবং রিয়ার প্যানেলের ডিজাইন প্রদর্শন করতে একটি নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে৷ এছাড়াও, ফোনটির কিছু বৈশিষ্ট্যও নিশ্চিত করেছে তারা। আপকামিং Honor Play 7T কি কি অফার করতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক।

Honor Play 7T-এর ডিজাইন প্রকাশ্যে এল

অনর দ্বারা শেয়ার করা পোস্টারটি প্রকাশ করেছে যে, অনর প্লে ৭টি-তে একটি টিয়ারড্রপ নচ স্ক্রিন থাকবে, যা একটি এলসিডি প্যানেল বলে মনে করা হচ্ছে। নীচের প্রান্তে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি মাইক্রোফোন, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল উপস্থিত থাকবে। যদিও পোস্টারে দেখা যায়নি, তবে এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে অনুমান করা হচ্ছে।

Honor Play 7T-এর স্পেসিফিকেশন

অনর জানিয়েছে যে, প্লে ৭টি ফোনটি ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লের সাথে বাজারে আসবে। পূর্বসূরি মডেলের মতো, এই ফোনটিও এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অনর প্লে ৭টি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে এবং দুটি ভ্যারিয়েন্টেই ৮ জিবি র‍্যাম থাকবে। অনরের এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ওএস ৭.১ (Magic OS 7.1) ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, অনর প্লে ৭টি-তে শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

এছাড়াও, অনুমান করা হচ্ছে যে Honor Play 7T মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর দ্বারা চালিত হবে। এই নতুন চিপটি বিদ্যমান ডাইমেনসিটি ৭০০-এর মতো পারফরম্যান্স অফার করবে বলে জানা গেছে। আবার শোনা যাচ্ছে যে, Play 7T হবে গত বছর অক্টোবর মাসে আত্মপ্রকাশ করা Honor Play 40 Plus-এর একটি পরিবর্তিত সংস্করণ।