64MP ক্যামেরা ও 6000mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়ে গেল Honor Play 7T ও Play 7T Pro

Honor Play 7T এবং Play 7T Pro আজ চুপিসারে চীনে লঞ্চ হয়ে গেল৷ স্মার্টফোন দুটি Play 6T এবং Play 6T Pro এর উত্তরসূরি হিসেবে এসেছে…

Honor Play 7T এবং Play 7T Pro আজ চুপিসারে চীনে লঞ্চ হয়ে গেল৷ স্মার্টফোন দুটি Play 6T এবং Play 6T Pro এর উত্তরসূরি হিসেবে এসেছে যা গত বছরের মার্চ মাসেই লঞ্চ করা হয়েছিল। এর মধ্যে স্ট্যান্ডার্ড Play 7T মডেলটিকে Honor Play 40 Plus-এর পরিবর্তিত সংস্করণ বলে অনুমান করা হচ্ছে। এদিকে Honor Play 7T Pro হল গতবছর জুলাই মাসে লঞ্চ হওয়া Honor X40i-এর রিব্র্যান্ডেড ভার্সন। নবাগত মডেল দু’টিতে পাবেন এলসিডি প্যানেল, MediaTek Dimensity প্রসেসর এবং ডুয়েল ক্যামেরা সেটআপ, প্রভৃতি।

Honor Play 7T-এর স্পেসিফিকেশন এবং মূল্য

অনর প্লে ৭টি-তে ৬.৭৪ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ (Magic UI 6.1) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Honor Play 7T-এর এর রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সমন্বিত ডুয়েল-ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আর ফোনের সামনে ডিসপ্লে নচটিতে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Play 7T-এ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Honor Play 7T দুটি কনফিগারেশনে চীনের বাজারে পা রেখেছে। এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১,০৯৯ ইউয়ান (প্রায় ১৩,১২০ টাকা) এবং এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৫,৫১০ টাকা) মূল্যে কেনা যাবে। Honor Play 7T-এর প্রি-বুকিং ইতিমধ্যেই চীনে শুরু হয়ে গেছে এবং আগামী ৪ এপ্রিল থেকে ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হবে। এটি ম্যাজিক নাইট ব্ল্যাক, স্টার্ট ড্রাম স্লাইভার এবং চার্ম ব্লু সি-এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

Honor Play 7T Pro-এর স্পেসিফিকেশন এবং মূল্য

অনর প্লে ৭টি প্রো ৬.৭৪ ইঞ্চির এলটিপিএস এলসিডি পাঞ্চ-হোল স্ক্রিনের সাথে এসেছে, যা ২,৩৮৮ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোমটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত এবং এতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। প্লে ৭টি প্রো অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ম্যাজিক ইউআই ৬.১ (Magic UI 6.1) কাস্টম স্কিনে চলে।

Honor Play 7T Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং ইউনিট উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Play 7T Pro ছোট ৪,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতেও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, Honor Play 7T Pro-এর পরিমাপ ১৬২.৯ x ৭৪.৫ x ৭.৪৩ মিলিমিটার এবং ওজন ১৭৫ গ্রাম।

চীনের মার্কেটে Honor Play 7T Pro-ও দুটি স্টোরেজ বিকল্পে এসেছে। এর বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৯০০ টাকা) এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ১,৬৯৯ ইউয়ান (প্রায় ২০,৩১০ টাকা) নির্ধারণ করা হয়েছে। চীনে এটির প্রি-সেল চালু হয়ে গেছে এবং আগামী ৪ এপ্রিল থেকে কেনার জন্য উপলব্ধ হবে। অনরের এই ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে – ম্যাজিক নাইট ব্ল্যাক, জিংমেং সিলভার এবং ময়ুকিং গ্রিন। ফোন দু’টি আমাদের দেশে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।