Honor V Purse: প্রযুক্তি ও সৃষ্টিশীলতা মিলে গেল, ব্যাগের মতো দেখতে ফোন এল বাজারে

অনর আজ (১৯ সেপ্টেম্বর) চীনে একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Honor V Purse। আকষর্ণীয় ডিজাইনের এই ডিভাইসটি চলতি মাসের শুরুতে বার্লিনে আয়োজিত…

অনর আজ (১৯ সেপ্টেম্বর) চীনে একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Honor V Purse। আকষর্ণীয় ডিজাইনের এই ডিভাইসটি চলতি মাসের শুরুতে বার্লিনে আয়োজিত আইএফএ ২০২৩ (IFA 2023) ইভেন্টে উন্মোচন করা হয়েছিল। নাম অনুসারে, এটি একটি ফ্যাশন-কেন্দ্রিক হ্যান্ডসেট, যা আক্ষরিক অর্থেই একটি ব্যাগের মতো হাতে ঝোলানো যেতে পারে। Honor V Purse-কে ইলেকট্রনিক গ্যাজেটের পাশপাশি একটি ফ্যাশন অ্যাক্সেসরি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তবে, দেখতে পার্সের মতো হলেও, এটি একটি কার্যকরী পার্স নয়। অর্থাৎ এর ভিতরে কোনও বস্তু সংরক্ষণ করা সম্ভব নয়। এছাড়াও, Honor V Purse-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ফোল্ডেবল অলেড (OLED) ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন এই নয়া অনর ফোনটির সকল স্পেসিফিকেশন এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor V Purse-এর স্পেসিফিকেশন

অনর ভি পার্স হল একটি বাইরের দিকে ফোল্ড করা বা আউটওয়ার্ড ফোল্ডিং স্মার্টফোন। সেখানে, সাধারণ ফোল্ডেবল ফোনগুলি ভিতরের দিকে ফোল্ড করা হয়। ডিভাইসটির পিছনের প্যানেলে একটি ফোল্ডিং ডিসপ্লে রয়েছে। চিরাচরিত ফ্ল্যাট স্মার্টফোনের মতো ফোল্ড করা হলে এটি মাত্র ৮.৬ মিলিমিটার পুরু। সংস্থা জানিয়েছে যে, হিঞ্জটি টেকসই এবং এটি ৪,০০,০০০ বার পর্যন্ত ফোল্ড হতে পারে। ফোনের লুক কাস্টমাইজ করার জন্য ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপ এবং চেইন রয়েছে। ব্র্যান্ডটি স্ট্র্যাপের জন্য ভিগান লেদার ব্যবহার করেছে।

অনর ভি পার্স-এ ২,৩৪৮×১,০৮৮ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৪৫ ইঞ্চির প্রাইমারি স্ক্রিন রয়েছে এবং খোলা অবস্থায় এটি ২,৩৪৮×২,০১৬ পিক্সেলের রেজোলিউশন সহ ৭.৭ ইঞ্চির হয়ে যায়। উভয় ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৬০০ নিট পিক ব্রাইটনেস সহ একটি ফ্লেক্সিবল ওলেড (OLED) প্যানেল রয়েছে। ডিভাইসটিতে ইউজারদের পোশাকের সাথে মিলবে এমন বিভিন্ন ইন্টারেক্টিভ এবং ইন্টারচেঞ্জেবল ওয়ালপেপার সহ অলয়েজ-অন স্ক্রিন (AOD) বিদ্যমান। অনর এওডি স্টাইল ডিজাইন করার জন্য বিভিন্ন শিল্পীদের সাথে একত্রে কাজ করেছে। সুতরাং, ডিভাইসটি একটি হ্যান্ডব্যাগের চেহারা অনুকরণ করতে পারে। পারফরম্যান্সের ক্ষেত্রে, অনর ভি পার্স-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের সাথে এসেছে। এতে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, Honor V Purse-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড টি-এর ওপর ভিত্তি করে ম্যাজিকওএস ৭.১ (MagicOS 7.1) কাস্টম স্কিনে রান করে।

Honor V Purse-এর মূল্য এবং লভ্যতা

চীনের বাজারে অনর ভি পার্স-এর ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৯,৭০০ টাকা)। আর ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম রাখা হয়েছে ৬,৫৯৯ ইউয়ান (প্রায় ৭৬,৭০০ টাকা)। ফোনটি আজ থেকেই সীমিত পরিমাণে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ এবং আগামী ২৬ সেপ্টেম্বর থেকে এর বিক্রি শুরু হবে। ডিভাইসটি ক্যামেলিয়া গোল্ড, গ্লেসিয়ার ব্লু এবং এলিগ্যান্ট ব্ল্যাক – এই আকর্ষণীয় কালার অপশনগুলিতে বেছে নেওয়া যাবে। তবে এটি ভারত সহ গ্লোবাল মার্কেটে কবে বিক্রির জন্য উপলব্ধ হবে, তা কোম্পানি এখনও ঘোষণা করেনি।