Honor অল্প দামে দারুণ স্মার্টফোন আনছে, 50MP ক্যামেরার সঙ্গে থাকবে 90hz ডিসপ্লে

অল্প দামে ফোন খুঁজছেন এমন ক্রেতাদের জন্য সম্প্রতি Honor Play 40C লঞ্চ হয়েছে। এই মুহূর্তে বাজেট রেঞ্জ ব্যবহারকারীদের জন্য লক্ষ্য করে চীনে উপলব্ধ এটি। দামের সাথে সামঞ্জস্য রেখে এতে Qualcomm Snapdragon 480 Plus প্রসেসর, ৯০ হার্টজ এইচডি+ ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। আবার এখন Honor X5 Plus নামে সংস্থার আরেকটি কমদামী ফোনের তথ্য সামনে এসেছে। রিপোর্ট থেকে ফোনটির স্পেসিফিকেশনগুলিও শেয়ার করা হয়েছে।

Honor X5 Plus-এর স্পেসিফিকেশন ফাঁস

অ্যাপুয়ালস-এর রিপোর্ট অনুসারে, নতুন অনর এক্স৫ প্লাস-এ ৬.৫৬ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে থাকবে, যা ১,৬১২ x ৭২০ পিক্সেলের রেজোলিউশন অফার করবে। ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দ্বারা গঠিত হবে।

এছাড়াও দাবি করা হয়েছে যে, এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর থাকবে। জানিয়ে রাখি, এই চিপসেট গতবছরের ফেব্রুয়ারিতে লঞ্চ করা হয়েছিল এবং এটি ১২ ন্যানোমিটারের প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তেরি। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপরে অনরের কাস্টমাইজড ম্যাজিকওএস ৭.১ (MagicOS 7.1) কাস্টম স্কিন থাকবে। আশা করা যায়, ইউজাররা এতে গুগল মোবাইল সার্ভিস (GMS)-এর অ্যাক্সেসও পাবেন।

এছাড়া, Honor X5 Plus-এ ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে। সংযোগের জন্য, ডিভাইসটি ওয়াই-ফাই ৫ (৮০২.১১ এসি), নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং ব্লুটুথ ৫.০ সহ ডুয়েল ন্যানো-সিম ক্ষমতা সহ ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। প্রদত্ত স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দৃঢ়ভাবে নির্দেশ করে যে Honor X5 Plus একটি বাজেট-ফ্রেন্ডলি ডিভাইস হিসাবে আত্মপ্রকাশ করবে। যদিও, অনরের পক্ষ থেকে এর লঞ্চ সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে শীঘ্রই সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে ফোনটির উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে Honor X5 Plus সম্পর্কে আরও তথ্য সামনে আনবে বলে আশা করা যায়।