ফিচারে নিরাশ হবেন না, Honor X50 GT এই সময় বাজার কাঁপাতে আসছে

Honor বর্তমানে ২০২২ সালের সালের অক্টোবরে আগত Honor X40 GT মডেলের উত্তরসূরির উপর কাজ করছে। যদিও এতদিন এর নির্দিষ্ট কোনো লঞ্চের সময়সূচি সম্পর্কে জানা যায়নি।…

Honor বর্তমানে ২০২২ সালের সালের অক্টোবরে আগত Honor X40 GT মডেলের উত্তরসূরির উপর কাজ করছে। যদিও এতদিন এর নির্দিষ্ট কোনো লঞ্চের সময়সূচি সম্পর্কে জানা যায়নি। তবে এখন সংস্থার এক কর্মকর্তা স্বয়ং, আলোচ্য ডিভাইস ২০২৪ সালের জানুয়ারি মাসে বাজারে পা রাখতে পারে বলে ইঙ্গিত দিলেন। একই সাথে আসন্ন ফোনের আনুষ্ঠানিক নামও নিশ্চিত করা হয়েছে।

অনর সংস্থার GT-সিরিজের প্রোডাক্ট ম্যানেজার রাউল ওয়েই সয়াওলং (Raul Wei Xiaolong) সম্প্রতি তার ওয়েইবো হ্যান্ডেলের মাধ্যমে, তাদের আসন্ন হ্যান্ডসেটের নাম Honor X50 GT রাখা হবে বলে নিশ্চিত করেছেন। একই সাথে তিনি আশ্বাস দিয়েছেন যে, আসন্ন মডেলটি ফিচারের দিক থেকে ভক্তদের একদমই নিরাশ করবে না। বরং গত জুলাই মাসে আত্মপ্রকাশ করা Honor X50 -এর সম-মানের কনফিগারেশন অফার করতে পারে এমনটাও ইঙ্গিত দেওয়া হয়েছে।

রাউল আরও জানিয়েছেন যে এই ডিভাইসটি খুব শীঘ্রই, হয়তো ২০২৪ সালের জানুয়ারি মাসেই লঞ্চের মুখ দেখবে। এক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনো লঞ্চের তারিখ ঘোষণা না করায় একটা বিভ্রান্তি দেখা দিয়েছে। আসলে Honor X50 GT স্মার্টফোন Honor Magic 6 ফ্ল্যাগশিপ সিরিজের সাথেই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হবে, নাকি স্বতন্ত্র কোনো তারিখ ঠিক করা হয়েছে তা এখনো বোঝা যাচ্ছে না।

প্রসঙ্গত এক পরিচিত লিকস্টার সম্প্রতি দাবি করেছেন যে, Honor X50 GT মডেলটি Honor X50 Pro ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে, যা খুব শীঘ্রই চীনের বাজারে পা রাখতে চলেছে। একই সাথে রিপোর্টে, ‘Pro’ এবং ‘GT’ মডেল দুটি যথাক্রমে অফলাইন এবং অনলাইন বাজার দখলের উদ্দেশ্যে লঞ্চ করা হবে বলেও উল্লেখ ছিল।

Honor X50 Pro / X50 GT এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, Honor X50 Pro / GT ফোনে কার্ভড এজ সহ OLED প্যানেল দেওয়া হবে। এই ডিসপ্লে – ১.৫কে রেজোলিউশন এবং ৪২৯ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করবে। আবার ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে আসবে। এই ফোনে ১৬ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ মিলতে পারে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৩৫ ওয়াট চার্জিং সমর্থিত ৫,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। লঞ্চ-পরবর্তী সময়ে এই ফোন – ব্ল্যাক এবং গ্রীন কালার বিকল্পে পাওয়া যাবে বলেও জানা গেছে। Honor X50 Pro / GT ফোনের দাম সম্পর্কিত কোনো তথ্য এখনো সামনে আসেনি।