https://techgup.com/mobiles/honor-x50i-plus-design-revealed-launch-seems-imminent/

দেখলেই চমকে যাবেন, 108MP ক্যামেরা ও চোখধাঁধানো লুকস সহ আসছে Honor X50i+

গত মাসে চীনে MediaTek Dimensity 6080 চিপসেট সহ Honor Play 8T লঞ্চ হয়েছিল। সংস্থাটি আবার ওলেড ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 888 প্রসেসর দিয়ে আরও অত্যাধুনিক Honor X50 GT লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ এখন অবাক করে অনরের আরও এক নতুন ফোনের ছবি সামনে এসেছে, যার নাম Honor X50i+৷ এটি খুব তাড়াতাড়িই বাজারে পা রাখবে বলে অনুমান করা হচ্ছে৷

Honor X50i+ এর ডিজাইন প্রকাশ

ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট)-তে প্রকাশিত পোস্টারট থেকে জানা গেছে যে, নতুন অনর এক্স৫০আই প্লাস মডেলটি অভিনব ডিজাইনের রিয়ার ক্যামেরা মডিউলের সাথে আসবে, যার মধ্যে দুটি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে। ফোনের এজগুলি ফ্ল্যাট হবে এবং এটি ব্লু ও পিঙ্ক কালার ভ্যারিয়েন্টে বাজারে আসবে। ডিভাইসটির সামনের প্যানেল এখনও প্রকাশ না হওয়ার ফলে তাতে পাঞ্চ-হোল কাটআউট নাকি ওয়াটারড্রপ-নচ স্ক্রিন আছে, তা স্পষ্ট নয়। তবে অনর এক্স৫০আই প্লাস-এ সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে মনে হচ্ছে।

Honor X50i+এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অনুমান করা হচ্ছে যে, চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টেনা (TENAA) থেকে ছাড়পত্র পাওয়া LLY-AN00 মডেল নম্বরযুক্ত ফোনটি অনর এক্স৫০আই প্লাস হতে পারে। টেনার লিস্টিং অনুযায়ী, এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে ২,৪১২ x ১,০৮০ পিক্সেল। এটি ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অনির্দিষ্ট চিপ দ্বারা চালিত হবে, যা ৫জি সাপোর্ট করে। অনর এক্স৫০আই প্লাস ৬ জিবি, ৮ জিবি, ১২ জিবি এবং ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি, এবং ১ টিবি স্টোরেজ অপশনে আসতে পারে।

ফটোগ্রাফির জন্য, Honor X50i+ এর রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি মিলতে পারে। এটি চীনের বিখ্যাত ডাবল ইলেভেন (১১ নভেম্বর) শপিং ফেস্টিভ্যাল উপলক্ষে আগামী ১০ নভেম্বর লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।