20 জিবি র‍্যাম, সঙ্গে 108MP ক্যামেরার চমক, আপনার বাজেটে লঞ্চ হল Honor X50i Plus

Honor X50i+ নামে একটি নতুন মিড-রেঞ্জ 5G স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল টেক ব্র্যান্ড অনর। গত জুলাইয়ে ১২০ হার্টজ এলসিডি ডিসপ্লে, Snapdragon 6 Gen 1 প্রসেসর…

Honor X50i+ নামে একটি নতুন মিড-রেঞ্জ 5G স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল টেক ব্র্যান্ড অনর। গত জুলাইয়ে ১২০ হার্টজ এলসিডি ডিসপ্লে, Snapdragon 6 Gen 1 প্রসেসর সহ স্ট্যান্ডার্ড Honor X50 মুক্তি পেয়েছিল। স্পেসিফিকেশনের নিরিখে Honor X50+ মডেলটি X50-এর চেয়ে ওপরে অবস্থান করে, কেননা এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ আরও উন্নত ওলেড (OLED) স্ক্রিন, MediaTek Dimensity 6080 চিপসেট এবং ১০৮ মেগাপিক্সেলে ডুয়েল রিয়ার ক্যামেরা অফার করে। চলুন Honor X50i+ ফোনের দাম সহ খুঁটিনাটি জেনে নিই।

Honor X50i+এর স্পেসিফিকেশন এবং ফিচার

অনর এক্স৫০আই প্লাস-এ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন রয়েছে, যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,২৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং ২,০০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে। উন্নত পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬০৮০ চিপসেটটি, যা ১২ জিবি র‍্যাম, ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম, ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ওএস (Magic OS) সফ্টওয়্যার স্কিনে চলে।

ক্যামেরার ক্ষেত্রে, অনর এক্স৫০আই প্লাস-এর অভিনব রিয়ার ক্যামেরা আইল্যান্ডে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, অনর এক্স৫০আই প্লাস-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এক্স৫০আই প্লাস-এ সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পরিশেষে, ফোনটির পরিমাপ ১৬১.০৫ x ৭৪.৫৫ x ৬.৭৮ মিলিমিটার এবং ওজন ১৬৬ গ্রাম।

Honor X50i Plus-এর দাম ও লভ্যতা

চীনে ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে Honor X50i Plus। এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৫৭৫ টাকা) এবং ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৯০০ টাকা)। পিঙ্ক, ব্লু, গ্রীন এবং ব্ল্যাক-এর মতো কালার অপশনে বেছে নেওয়া যাবে। তবে এটি ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা, সে সম্পর্কে এখনও কোম্পানির তরফে কিছু নিশ্চিত করা হয়নি।