Honor X6 বাজেটের মধ্যে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে ৫০০০ mAh ব্যাটারি

Honor X6 একপ্রকার চুপিচুপি সৌদি আরবে লঞ্চ হল। নতুন এই ফোনটি বাজেট রেঞ্জে এসেছে। ফিচার হিসেবে অনরের এই ডিভাইসে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে…

Honor X6 একপ্রকার চুপিচুপি সৌদি আরবে লঞ্চ হল। নতুন এই ফোনটি বাজেট রেঞ্জে এসেছে। ফিচার হিসেবে অনরের এই ডিভাইসে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। আবার এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Honor X6 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

অনর এক্স৬ দাম – Honor X6 Price in India

অনর এক্স৬ এর দাম এখনও জানা যায়নি। তবে ফোনটি ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটি ওশান ব্লু, টাইটেনিয়াম সিলভার ও মিডনাইট ব্ল্যাক কালারে এসেছে।

অনর এক্স৬ স্পেসিফিকেশন ও ফিচার – Honor X6 Specifications, Features

অনর এক্স৬ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। এটি ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ওএস ৬.১ কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য Honor X6 ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ বর্তমান। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। রিয়ার ও ফ্রন্ট ক্যামেরায় ১০৮০পি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor X6 ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।