৫০ মেগাপিক্সেল ক্যামেরার সস্তা ফোন আনল‌ Honor, রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি

স্মার্টফোন ব্র্যান্ড অনর যুক্তরাজ্যে তাদের নতুন Honor X6 বাজেট স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। সংস্থাটি মাসখানেক আগে এই হ্যান্ডসেটটি বিনা আড়ম্বরে সৌদি আরবের বাজারেও উন্মোচন করেছিল।…

স্মার্টফোন ব্র্যান্ড অনর যুক্তরাজ্যে তাদের নতুন Honor X6 বাজেট স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। সংস্থাটি মাসখানেক আগে এই হ্যান্ডসেটটি বিনা আড়ম্বরে সৌদি আরবের বাজারেও উন্মোচন করেছিল। ফোনটিতে এইচডি+ রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G25 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। আসুন নবাগত Honor X6-এর দাম এবং সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

অনর এক্স৬-এর মূল্য ও লভ্যতা – Honor X6 Price and Availability

যুক্তরাজ্যে অনর এক্স৬-এর দাম শুরু হচ্ছে ১৪৯.৯৯ ইউরো (প্রায় ১২,১০০ টাকা) থেকে। হ্যান্ডসেটটি মিডনাইট ব্ল্যাক এবং ওশান ব্লু-এই দুই কালার অপশনে পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা অনর এক্স৬ ফোনটি হাইঅনর (Hihonor)-এর পাশাপাশি এবং আরগস (Argos), অ্যামাজন (Amazon), থ্রি (Three) এবং ভেরি (Very)-এর মতো অনলাইন রিটেইল স্টোর থেকে কিনতে পারবেন।

অনর এক্স৬-এর স্পেসিফিকেশন – Honor X6 Specifications

অনর এক্স৬-এ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর দ্বারা চালিত। এতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। অনর এক্স৬ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই৬.১ (Magic UI 6.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Honor X6-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। রিয়ার ক্যামেরাটি পোর্ট্রেট মোড, প্যানোরামা, টাইম-ল্যাপস ফটোগ্রাফি এবং ১,০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। আর সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে। সেলফি ক্যামেরাটিও ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X6 ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, এই বাজেট স্মার্টফোনে ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে। নিরাপত্তার জন্য, Honor X6-এ একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি একটি ফেস আনলক ফিচারও মিলবে। সবশেষে, অনরের এই নয়া ফোনটির পরিমাপ ১৬৩.৬৬ x ৭৫.১৩ x ৮.৬৮ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯৪ গ্রাম।