50MP ক্যামেরার সঙ্গে সুন্দর ফোন আনছে Honor, অন্যান্য স্পেসিফিকেশন কেমন হবে

গত কয়েক বছরে অনর (Honor) সফলভাবে বাজেট স্মার্টফোনের বাজারকে লক্ষ্য করে তাদের একাধিক ডিভাইস লঞ্চ করেছে। তাই এটা কোন আশ্চর্যের বিষয় নয় যে, প্রতি বছর অনরের লঞ্চ করা আপডেটেড লাইনআপের কারণে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন অনুরাগীদের মধ্যে ব্র্যান্ডটির ডিভাইসগুলির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সংস্থাটি বর্তমানে Honor X7a নামে আরেকটি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। আর এখন অফিসিয়াল লঞ্চের আগে, এই মাল্টি-পারপাস এন্ট্রি-লেভেল ফোনটির রেন্ডার এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। চলুন এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Honor X7a-এর ডিজাইন রেন্ডার

অনর এক্স৭এ-এর সম্পূর্ণ ডিজাইন রেন্ডারগুলি ফাঁস হয়েছে। সেগুলি ডিভাইসের দুটি ভিন্ন কালার অপশন প্রদর্শন করেছে -ওশান ব্লু এবং মিডনাইট ব্ল্যাক। রেন্ডার অনুযায়ী, ফোনটির সামনের প্যানেলে একটি ওয়াটারড্রপ নচ কাটআউট থাকবে। আর ব্যাক প্যানেলে বর্গাকার ক্যামেরা কাটআউট দেখা যাবে, যার ভিতরে দুটি ক্যামেরার রিং অবস্থান করবে। এগুলির একটিতে প্রাইমারি ক্যামেরা এবং অন্যটিতে সহায়ক লেন্সগুলি উপস্থিত থাকবে।

এছাড়া, ডিভাইসের ডানদিকে পাওয়ার অন/অফ সুইচ এবং ভলিউম কন্ট্রোল বাটনগুলির দেখা মিলবে। আর বাম পাশটি সম্পূর্ণ খালি থাকবে। ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন, একটি স্পিকার গ্রিল এবং চার্জিং ও ডেটা স্থানান্তরের জন্য একটি ইউএসবি টাইপ-সি ইন্টারফেস-এই সবই অনর এক্স৭এ-এর নীচের ফ্রেমে অবস্থান করবে। এটি একটি এন্ট্রি-লেভেল ফোন হওয়া সত্ত্বেও, এর চেহারা এবং ফিনিস বেশ সুন্দর হবে বলে মনে করা হচ্ছে। ফোনের বাম দিকে ক্যামেরা মডিউলের ঠিক নীচে, অনর লোগোটি উল্লম্বভাবে উপস্থিত থাকবে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Honor X7a-এ ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৬০০ × ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক এমটি৬৭৬৫এইচ প্রসেসর দ্বারা চালিত হবে। নয়া অনর হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাব, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রাওয়াইড সেন্সর, একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অবস্থান করবে।

আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X7a ফোনটি ৫,২৩০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে জানা গিয়েছে।