মধ্যবিত্তের সাধ্যের মধ্যে 100MP ক্যামেরা, ইমপ্রেসিভ ফিচার নিয়ে লঞ্চ হল Honor X8a

আর ক’দিন পরেই বার্সেলোনায় অনুষ্ঠিত হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023)। যেখানে নানা বৈদ্যুতিন পণ্য নির্মাতাদের মতো অনর (Honor)-ও অংশগ্রহণ করার বিষয়ে নিশ্চিত করেছে। এখানে তারা অনেকগুলি নতুন পণ্যের ওপর থেকে পর্দা সরাতে পারে। তার পূর্বে কোম্পানিটি আন্তর্জাতিক বাজারের জন্য একটি নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন লঞ্চ করেছে। যার নাম Honor X8a। এটি তার দামের পরিপ্রেক্ষিতে কিছু চিত্তাকর্ষক স্পেসিফিকেশন অফার করে। উদাহরণস্বরূপ, X8a-তে রয়েছে বড় ৯০ হার্টজ ডিসপ্লে এবং MediaTek প্রসেসর। আরেকটি হাইলাইট হল এর ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন তাহলে Honor X8a-এর মূল্য, প্রাপ্যতা এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

অনর এক্স৮এ-এর স্পেসিফিকেশন – Honor X8a Specifications

অনর এক্স৮এ ফ্ল্যাট ব্যাক সহ একটি আকর্ষনীয় ডিজাইনের সাথে এসেছে। এর ব্যাক প্যানেলে অবস্থিত বর্গাকার ক্যামেরা মডিউলটিতে চারটি বৃত্তাকার রিং রয়েছে, যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর বর্তমান৷ ফোনটির ডান প্রান্তে ভলিউম এবং পাওয়ার বাটন সহ ফ্ল্যাট সাইড রয়েছে। আর সামনে স্লিম বেজেল এবং সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে।

স্মার্টফোনটির সামনে ৬.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ হার এবং ১৬.৭ মিলিয়ন কালার অফার করে। ডিভাইসটি মিডিয়াটেকের হেলিও জি৮৮ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Honor X8a-এর ব্যাক প্যানেলে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত রয়েছে। এই ক্যামেরা সেটাআপের মধ্যে প্রধান ক্যামেরার সাথে একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও যুক্ত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X8a ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১২-এর ওপর ভিত্তি করে ম্যাজিক ইউআই ৬.১ (Magic UI 6.1) কাস্টম স্কিনে রান করে৷ এছাড়াও, এই ৪জি হ্যান্ডসেটটি ব্লুটুথ ৫.১, ৫ গিগাহার্টজ ওয়াই-ফাই, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এনএফসি অফার করে৷

অনর এক্স৮এ-এর দাম ও লভ্যতা – Honor X8a Price and Availability

অনর এক্স৮এ মিডনাইট ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার এবং সায়ান লেক-এই তিনটি কালার অপশনে বাজারে এসেছে। এর বেস ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি বর্তমানে ২২০ ইউরো (প্রায় ১৯,৫০০ টাকা) দামে যুক্তরাজ্যে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। যেসমস্ত আগ্রহী ক্রেতারা ১৪ ফেব্রুয়ারির আগে ডিভাইসটির প্রি-অর্ডার করবেন, তারা বিনামূল্যে একটি অনর ব্যান্ড ৬ স্মার্টব্যান্ড পাবেন। এটি ভারতে আসবে কিনা, তা অজানা।