Honor X8B: বাজারে আসছে অনরের নয়া স্মার্টফোন, থাকতে পারে 108MP ক্যামেরা

সংযুক্ত আরব আমিরশাহীতে Honor X9B লঞ্চের রেশ না কাটতেই Honor X সিরিজের আরেকটি স্মার্টফোন সম্পর্কে খবর সামনে এল। যা Honor X8B নামে নতুন Honor X9B-এর…

সংযুক্ত আরব আমিরশাহীতে Honor X9B লঞ্চের রেশ না কাটতেই Honor X সিরিজের আরেকটি স্মার্টফোন সম্পর্কে খবর সামনে এল। যা Honor X8B নামে নতুন Honor X9B-এর পদাঙ্ক অনুসরণ করবে বলে জানা গিয়েছে। নাম দেখে পূর্বসূরি বলে মনে হলেও, এতদিন কিন্তু ফোনটির ব্যাপারে কোনও তথ্য সামনে আসেনি। তবে সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে Honor X8B নিজের অস্তিত্ব সম্পর্কে সবাইকে ওয়াকিবহল করেছে।

Honor X8B-কে দেখা গেল IMDA ডেটাবেসে

অনর এক্স৮বি সিঙ্গাপুরের আইএমডিএ সার্টিফিকেশন ওয়েবসাইটে LLY-LX2 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি ফোনের বিস্তারিত স্পেসিফিকেশন না করলেও, তবে আশা করা যায় যে খুব শীঘ্রই এই বিষয়টি স্পষ্ট হবে। জানিয়ে রাখি, এই সিরিজে অনর এক্স৯বি সংযুক্ত আরব আমিরশাহিতে লঞ্চ হওয়ার পর সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সাইটে হাজির হয়ে ভারতে লঞ্চের জল্পনা তীব্র করেছে।

দীর্ঘ তিন বছরের বিরতির পর অনর ৯০-এর হাত ধরে প্রত্যাবর্তন করা চীনা ব্র্যান্ডটির এটি দ্বিতীয় নিবেদন হতে পারে। অনর এক্স৮বি দেখতে কেমন হবে বা এটির স্পেসিফিকেশন কি হতে পারে, সে সম্পর্কে এখনই কোনও তথ্য উপলব্ধ নেই। তবে আপাত ধারণার জন্য আসুন অনর এক্স৯বি-এর স্পেসিফিকেশনগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

Honor X9B-এর স্পেসিফিকেশন

Honor X9B-এ ১.৫কে স্ক্রিন রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.০৭ বিলিয়ন কালার সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে৷ ডিভাইসটি Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দ্বারা চালিত, যা গ্রাফিক্সের জন্য Adreno A710 GPU-এর সাথে যুক্ত। এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ম্যাজিকওএস ৭.২ (MagicOS 7.2) কাস্টম স্কিনে রান করে৷ Honor X9B দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় – ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং হাই-এন্ড ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য, Honor X9B-এর ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনের দিকে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান৷ পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X9B বিশাল ৫,৮০০ এমএএইচ ব্যাটারি অফার করে, যা ৩৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।