দুর্ধর্ষ ডিজাইন ও অসাধারণ ফিচার্সের সঙ্গে শীঘ্রই লঞ্চ হবে Honor X9a 5G, রইল খুঁটিনাটি

প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড অনর (Honor) চলতি বছরের মার্চ মাসে মালয়েশিয়ায় বাজারে তাদের X9 সিরিজের অধীনে Honor X9 এবং Honor X9 5G হ্যান্ডসেটগুলি লঞ্চ করেছে। এই ডিভাইসগুলি যথাক্রমে Qualcomm Snapdragon 680 এবং Snapdragon 695 চিপসেট দ্বারা চালিত। উভয় ফোনের সামনেই কার্ভড-এজ ডিসপ্লে এবং রিয়ার প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে। আর বর্তমানে ব্র্যান্ডটি মালয়েশিয়ায় Honor X9a নামের X9 সিরিজের একটি নতুন ফোন টিজ করা শুরু করেছে। ডিভাইসের প্রথম টিজারটি এর ফ্রন্ট এবং রিয়ার প্যানেলের ডিজাইন প্রকাশ করেছে। অফিসিয়াল ছবিগুলি থেকে অনুমান, এটি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া একটি হ্যান্ডসেটের রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে।

প্রকাশ্যে এল Honor X9a 5G-এর অফিসিয়াল টিজার

আসন্ন অনর এক্স৯এ ৫জি-তে অনর এক্স৯ এবং এক্স৯ ৫জি-এর মতো একই রকমের ডিজাইন দেখা যাবে। অনর মালয়েশিয়া কর্তৃপক্ষ দ্বারা শেয়ার করা ভিডিওতে, এক্স৯এ-কে একটি আকর্ষণীয় কার্ভড-এজ ডিসপ্লের সাথে দেখা গেছে। কোম্পানি দাবি করেছে যে, এটি একটি “অতি শক্ত ওলেড কার্ভড ডিসপ্লে”। এছাড়া, ফোনটির পিছনে একটি বড় ক্যামেরা রিংও উপস্থিত থাকবে।

যদিও, অনর এখনও এক্স৯এ ৫জি-এর স্পেসিফিকেশন নিশ্চিত করেনি। তবে, এই হ্যান্ডসেটটি গত সেপ্টেম্বর মাসে চীনের বাজারে লঞ্চ হওয়া অনর এক্স৪০-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসবে বলে মনে করা হচ্ছে। অনর আগামী সপ্তাহের প্রথম দিকে মালয়েশিয়ায় ফোনটি লঞ্চ করতে পারে।

অনর এক্স৪০-এর স্পেসিফিকেশন – Honor X40 Specifications

Honor X40-এ একটি ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে যা ১০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ১২ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। X40 অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ (Magic UI 6.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Honor X40-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X40 ফোনটি শক্তিশালী ৫,১০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷