৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে Honor X9a, থাকবে শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত ডিসপ্লে

বিগত কয়েক সপ্তাহ ধরে Honor X9a নামক স্মার্টফোনটির মালয়েশিয়ার বাজারে আগমনের খবর ব্যাপকভাবে চাউর হচ্ছিলো নেটপাড়ায়। কিন্তু এতদিন ধরে এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি। তবে আজ এই আসন্ন হ্যান্ডসেটের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। Honor তাদের মালয়েশিয়া শাখার অফিসিয়াল ওয়েবসাইটে কিছু সময় পূর্বেই একটি টিজার পোস্টার রিলিজ করেছে। যেখানে Honor X9a স্মার্টফোনকে আগামী বছরে অর্থাৎ ২০২৩ সালের ৪ঠা জানুয়ারি স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় (ভারতীয় সময়ে বিকেল ৪.৩০টে) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বলে উল্লেখ আছে।

প্রসঙ্গত আপকামিং Honor X9a স্মার্টফোনকে, সদ্য চীনের বাজারে পা রাখা Honor X40 মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে মালয়েশিয়ায় নিয়ে আসা হবে বলে আমরা অনুমান করছি। এক্ষেত্রে জানিয়ে রাখি, X9a হ্যান্ডসেটটি Honor সংস্থার পক্ষ থেকে X9-সিরিজের অধীনে নিয়ে আসা তৃতীয় মডেল। পূর্বে আলোচ্য লাইনআপের অধীনে, স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সহ Honor X9 এবং স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট চালিত Honor X9 5G লঞ্চ করা হয়েছিল‌।

Honor X9a

Honor X9a -এর সম্ভাব্য স্পেসিফিকেশন

অনর এক্স৯এ স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির AMOLED কার্ভড-এজ পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) ডিজাইনের ডিসপ্লে প্যানেল দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজোলিউশন (১০৮০x২৪০০ পিক্সেল) এবং সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করতে পারে। সিকিউরিটি ফিচারের কথা বললে, আলোচ্য ডিভাইসে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান থাকবে।

Honor X9a স্মার্টফোনটি সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে উপস্থিত হওয়ার দরুন, এর একাধিক অভ্যন্তরীণ কনফিগারেশন সংক্রান্ত তথ্য লঞ্চের আগেই সামনে এসে গেছে। যার দরুন জানা যাচ্ছে, আলোচ্য মডেলটি পূর্বসূরির ন্যায় কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ বাজারজাত হবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই (Magic UI) কাস্টম ওএস দ্বারা চালিত হবে। আবার এটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি বা ২৫৬ জিবি রম সহ পাওয়া যাবে। যদিও এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট অনুপস্থিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই ইউজাররা স্টোরেজ সম্প্রসারণ বিকল্পের অভাব অনুভব করতে পারেন।

যাইহোক, এক্স৯ সিরিজের অধীনে শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলা এই স্মার্টফোনের রিয়ার প্যানেলে বৃত্তাকার আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে। যার মধ্যে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা উপস্থিত থাকবে। এই ক্যামেরাগুলি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার হতে পারে। আবার সেলফি তোলার জন্য ডিভাইসে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন Honor X9a স্মার্টফোনে ৫,১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৪০ ওয়াট ওয়্যারড চার্জিং টেকনোলজি সমর্থন করবে।

দামের কথা বললে, লঞ্চের তারিখ সামনে এলেও ডিভাইসটির বিক্রয় মূল্য সম্পর্কিত তথ্য এখনো আড়ালে রাখা হয়েছে।

প্রসঙ্গত, অনর তাদের হোম-মার্কেটে আগামী ২৬শে ডিসেম্বর একটি নয়া লঞ্চ ইভেন্ট আয়োজন করেছে। এই ইভেন্টে একাধিক ডিভাইস লঞ্চ করা হতে পারে। এই তালিকায় – Honor 80 GT, Honor 80 Pro ফোনের নতুন ফ্ল্যাট ডিসপ্লে ভ্যারিয়েন্ট এবং Honor Pad V8 Pro নামের একটি ট্যাবলেট সামিল থাকবে।