Categories: Mobiles

Honor-এর এই 5G ফোন কিনে নিন জলের দরে, আছে পাথরের মতো মজবুত ডিসপ্লে, ব্যাটারি-ক্যামেরাও সেরা

মাত্র কয়েকমাস আগে জনপ্রিয় চীনা প্রযুক্তি সংস্থা Honor, ভারতীয় বাজারে মিড-বাজেট রেঞ্জের একটি দুর্দান্ত 5G ফোন লঞ্চ করেছিল যার নাম Honor X9b 5G। এই স্মার্টফোনটিতে বিশাল মজবুত ডিসপ্লের সাথে উন্নত মানের ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, বিশাল ব্যাটারির মতো একাধিক কাজের ফাংশন আছে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে কম দামে একটি হ্যান্ডসেট কিনে প্রিমিয়াম ফিচার উপভোগ করতে চান, তাহলে এই Honor X9b 5G-কেই রোজদিনের সঙ্গী হিসেবে বেছে নিন। কেননা এখন এটি Amazon India-তে ২০ হাজার টাকা বা তারও কমে কেনার সুযোগ মিলছে। চলুন তবে, এক নজরে দেখে নিই Honor X9b 5G ফোনের দাম, অফার এবং এর মূল ফিচারসমূহ।

Honor X9b 5G ফোন মিলছে বিশেষ অফারে, দেখুন দাম

অনর এক্স৯বি ৫জি ফোনটি ভারতে একক স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ, এর ৮ জিবি ও ২৫৬ জিবি কনফিগারেশনের লঞ্চ প্রাইস ২৫,৯৯৯ টাকা (MRP ৩০,৯৯৯ টাকা)। তবে এখন তেমন কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই অ্যামাজনে এটি ৩ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে ২২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আপনি নির্বাচিত ব্যাঙ্ক (HDFC, HSBC, ICICI, OneCard ইত্যাদি) ব্যবহার করলে ৫০০ টাকা থেকে শুরু করে অতিরিক্ত ২,২৯৯ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন।

এছাড়াও, অর্ডারের সময় কোনো পুরোনো ফোন বদলে নিলে সর্বোচ্চ ২১,৪০০ টাকা পর্যন্ত ছাড় এক্সচেঞ্জ বোনাস হিসেবে পাওয়া যাবে। যদিও এই ভ্যালু নির্ভর করবে যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার মডেল/ব্র্যান্ড, বর্তমান অবস্থা ইত্যাদির উপর৷ মানে সব মিলিয়ে খুব কম দামেই হাতে পেয়ে যাবেন অনর এক্স৯বি ৫জি।

Honor X9b 5G-এর স্পেসিফিকেশন

অনর এক্স৯বি ৫জি স্মার্টফোনটিতে আল্ট্রা বাউন্স অ্যান্টি ড্রপ প্রোটেকশনের সাথে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৯ ইঞ্চি 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে – ফলত উজ্জ্বল উন্নত মানের স্ক্রিন তো উপভোগ করা যাবেই, পাশাপাশি কোনোভাবে পড়ে গেলেও এর কোনো ক্ষতি হবেনা। এদিকে শক্তিশালী পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের অপশন বর্তমান। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটি অফার করবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,৮০০ এমএএইচ ব্যাটারি – কোম্পানির মতে এক চার্জে এটি টানা তিনদিন ব্যবহার করা যাবে।

এছাড়া ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, অনর এক্স৯বি-তে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি মাত্র ৭.৯৮ মিমি পুরু এবং এর ওজন মাত্র ১৮৫ গ্রাম। এই ডিভাইসটি মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ অরেঞ্জ – দুটি কালার অপশনে উপলব্ধ।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

29 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

35 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago