সাদাকালো প্রিন্টের খরচ মাত্র ৩৮ পয়সা, HP DeskJet Ink Advantage Ultra 4826 প্রিন্টার লঞ্চ হল

ভারতে লঞ্চ হল HP DeskJet Ink Advantage Ultra 4826 প্রিন্টার। HP-র এই প্রিন্টারটি প্রিন্ট, কপি, স্ক্যানিংয়ের সুবিধা দেবে। পাশাপাশি এটি ওয়াই-ফাই কানেক্টিভিটি সাপোর্ট করবে। এতে রয়েছে দুটি ফুল কার্টিজ সেট, যা ২,৬০০টি মোনো পেজ (ব্ল্যাক & হোয়াইট) এবং ১,৪০০টি কালার পেজ প্রিন্ট করতে সক্ষম। HP DeskJet Ink Advantage Ultra 4826 প্রিন্টার কে যেমন Apple AirPrint, Chrome OS, ও Mopria Print Service সাথে যুক্ত করা সম্ভব, তেমনই এটিকে, HP Smart App ইন্সটল করে মোবাইল থেকে চালনা করা যাবে। আবার এটি ইউএসবি পোর্টের মাধ্যমে ডেস্কটপের সাথে কানেক্ট করা যাবে। এক কথায় বললে বাড়ি এবং অফিসে ব্যবহারের জন্য উপযুক্ত এই প্রিন্টার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এইচপি ডেস্কজেট ইন্ক অ্যাডভান্টেজ আল্ট্রা ৪৮২৬ প্রিন্টারটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

HP DeskJet Ink Advantage Ultra 4826 দাম ও লভ্যতা

এইচপি ডেস্কজেট ইন্ক অ্যাডভান্টেজ আল্ট্রা ৪৮২৬ প্রিন্টারটি এইচপির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ৯,৪৯৯ টাকায় এবং ই-কমার্স সাইট অ্যামাজনে এর দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। প্রিন্টারটির সাথে সংস্থার তরফ থেকে দেওয়া হচ্ছে অতিরিক্ত এক বছরের লিমিটেড হার্ডওয়ার ওয়্যারেন্টি। কেবলমাত্র সাদা রঙে এখন পাওয়া যাচ্ছে এটি।

HP DeskJet Ink Advantage Ultra 4826 প্রিন্টারের ফিচার ও স্পেসিফিকেশন

ওয়্যারলেস এইচপি ডেস্কজেট ইন্ক অ্যাডভান্টেজ আল্ট্রা ৪৮২৬ প্রিন্টারটি একটি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে এবং এটি প্রতি মিনিটে ৭.৫ সাদা কালো পেজ এবং ৫.৫ রঙিন পেজ প্রিন্ট করতে দেয়। কানেক্টিভিটির জন্য এতে যুক্ত হয়েছে হাইস্পিড ইউএসবি ২.০ এবং ইনবিল্ট ওয়াই-ফাই (Wi-Fi 802.11a/b/g/n)। তাছাড়া এ ফোর, এ সিক্স, বি ফাইভ এবং ডিএল সাইজের পেপার সাপোর্ট করে ডিভাইসটি। পাশাপাশি, এই প্রিন্টারে সাধারন পেপার, ফটো পেপার, পেপার এনভেলপ এবং অন্যান্য ইন্কজেট পেপার ব্যবহার করা যায়।

প্রিন্টারটির অন্যান্য ফিচারের কথা বললে, এটিতে রয়েছে সাতটি বোতাম, যাতে পাওয়ার, ক্যানসেল জব, রিজিউম, ইনফো, ওয়্যারলেস কালার কপি এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি শামিল রয়েছে। এছাড়া এটিতে উপলব্ধ পাঁচটি এলইডি লাইট, যা পাওয়ার, লিংক লেভেল, ওয়াইফাই, রিজিউম এবং ইনফো ইন্ডিকেট করে।

সংস্থার দাবি, আইএসও স্ট্যান্ডার্ড অনুযায়ী, এই প্রিন্টারে সাদা কালো পেজ প্রিন্ট করতে খরচ পড়বে ৩৮ পয়সা এবং রঙীন পেজ প্রিন্ট করতে খরচ পড়বে ৬৭ পয়সা। এখানে বলে রাখি, প্রিন্টারটি কন্টাক্ট ইমেজ সেন্সর টেকনোলজি সমর্থন করে। JPEG, TIFF, PDF, BMP, এবং PNG ফরম্যাটেরর মধ্যে যেকোনো ফরম্যাটে স্ক্যান করা যায়।

এছাড়া ব্যবহারকারীরা মোবাইলে এইচপি স্মার্ট অ্যাপ ডাউনলোড করে প্রিন্ট, স্ক্যান এবং ফাইল শেয়ার করতে পারবেন এই প্রিন্টারের মাধ্যমে। এই প্রিন্টারের বিশেষত্ব হলো, এতে ওয়াই-ফাই সাপোর্ট পাওয়া যাবে। ফলে ইউজারদের আর ম্যানুয়ালি প্রিন্টারের কাছে গিয়ে প্রিন্ট-আউট বের করার দরকার হবে না। তারা বাড়ির যেকোনো কোণ থেকে ওয়াই-ফাই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারবেন। উল্লেখ্য, মেশিনটিতে রঙীন কপির জন্য ডাই-বেসড ইন্ক এবং ব্ল্যাক কপির জন্য পিগমেন্ট বেসড ইন্ক ব্যবহার করা যায়।

স্টোরেজের জন্য এইচপির এই নয়া প্রিন্টারে রয়েছে ৬৪ এমবি মেমরি এবং এটিকে অ্যাপেল এয়ারপ্রিন্ট, মোপ্রিয়া প্রিন্ট সার্ভিস, ক্রোম ওএস এবং এইচপি স্মার্ট অ্যাপের সাথে যুক্ত করা যায়। HP DeskJet Ink Advantage Ultra 4826 প্রিন্টারটির পরিমাপ স্ট্যান্ড ছাড়া ৪২৪x ৪১০x ২৪৫ এমএম এবং ওজন ৩.৪২কেজি।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

1 hour ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

1 hour ago

Airtel: বন্যায় বিপর্যস্ত গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবার ঘোষণা এয়ারটেলের

Airtel উত্তর-পূর্ব ভারতের প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে।…

2 hours ago

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

2 hours ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

2 hours ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

3 hours ago