HP Spectre x360 14: ব্যবহার করা যাবে ট্যাবলেট হিসেবেও, বিশ্বের প্রথম ৩:২ আসপেক্ট রেশিওর ল্যাপটপ ভারতে লঞ্চ হল

HP Spectre x360 14 convertible (2-in-1) ল্যাপটপ ভারতে লঞ্চ হল। এটি বিশ্বের প্রথম প্রিমিয়াম ২-ইন-১ কনভার্টিবল ল্যাপটপ যাতে ৩:২ আসপেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে আছে। আর…

HP Spectre x360 14 convertible (2-in-1) ল্যাপটপ ভারতে লঞ্চ হল। এটি বিশ্বের প্রথম প্রিমিয়াম ২-ইন-১ কনভার্টিবল ল্যাপটপ যাতে ৩:২ আসপেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে আছে। আর ডিভাইসটির নাম থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এটি ৩৬০° হিঞ্জ ডিজাইনের সাথে এসেছে। ফলে এই ল্যাপটপকে সহজেই স্ট্যান্ড, টেন্ট, ফ্ল্যাট অথবা ট্যাবলেট মোডে সুইচ করা ব্যবহার করা যাবে। আর অন্যান্য ২-ইন-১ স্টাইলের নোটবুকের ন্যায় এটিও একাধারে ল্যাপটপ ও অন্যদিকে পোর্টেবল ট্যাবলেট রূপে কাজ করবে। এছাড়া HP Spectre x360 14 convertible (2-in-1) প্রিমিয়াম ল্যাপটপে রয়েছে ১১তম প্রজন্মের ইন্টেল-কোর প্রসেসর, অপশনাল OLED ডিসপ্লে, থান্ডারবোল্ট ৪ পোর্ট, কোয়াড অডিও স্পিকার সেটআপ এবং ইন্টেল টার্বো বুস্ট টেকনোলজি সাপোর্ট। আসুন HP Spectre x360 14 convertible (2-in-1)-এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

HP Spectre x360 14 দাম ও লভ্যতা

এইচপি স্পেক্টর এক্স৩৬০ ১৪ ল্যাপটপের প্রারম্ভিক মূল্য ১,১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি এইচপি ওয়ার্ল্ড স্টোরের পাশাপাশি অনলাইন স্টোর, ই-কমার্স সাইট অ্যামাজন এবং দেশের শীর্ষস্থানীয় রিটেল স্টোর থেকে পাওয়া যাবে। এইচপি -এর এই প্রিমিয়াম নোটবুকটিকে, কপার লাক্স অ্যাকসেন্ট সহ নাইটফল ব্ল্যাক এবং পেল ব্রাস হাইলাইট সহ প্যাসিডন কালারে পাওয়া যাবে।

HP Spectre x360 14 স্পেসিফিকেশন

এইচপি স্পেক্টর এক্স৩৬০ ১৪ ল্যাপটপের পরিমাপ ২৯.৮৩x২২.০১x১.৬৯ সেমি এবং ওজন ১.৩৬ কেজি। হালকা তথা পাতলা আকারের এই প্রিমিয়াম ল্যাপটপটি, স্পেক্টর সিরিজের আইকনিক জেম-কাট এবং ডুয়াল-চেম্বার ডিজাইন সহ এসেছে। আর মজার বিষয় হলো, এতে থাকা ২-ইন-১ ফর্ম ফ্যাক্টরের জন্য এটিকে ল্যাপটপ থেকে ট্যাবলেটে রূপান্তর করে ব্যবহার করা যাবে।

এইচপি স্পেক্টর এক্স৩৬০ ১৪ ল্যাপটপে একটি ১৩.৫ ইঞ্চির ডিসপ্লে আছে। যদিও সংস্থার দাবি, এটি ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের ল্যাপটপ ব্যবহার করার মতো অভিজ্ঞতা প্রদান করবে। এই প্রকার বড়ো ডিসপ্লের বিভ্রম তৈরি করার নেপথ্যে আছে ‘অ্যাপ্রক্সিম্যাটলি ২০% মোর ভার্টিকাল ভিউয়িং স্পেস’ টেকনোলজি, যা ৩:২ আসপেক্ট রেশিও সমর্থন করে। ল্যাপটপে থাকা অ্যান্টি-রিফ্লেকটিভ ডিসপ্লে 3K-2K (৩,০০০x২,০০০ পিক্সেল) রেজোলিউশন, ৪০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস, ৯০.৩৩% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। আবার, যারা সেরা ডিসপ্লে টেকনোলজি সমেত একটি ল্যাপটপের খোঁজ করছেন, তাদের জন্য একটি OLED স্ক্রিন স্টেপ-আপ অপশনও উপলব্ধ থাকছে স্পেক্টর এক্স৩৬০ ১৪ ল্যাপটপে।

এবার কথা বলা যাক ডিভাইসের হার্ডওয়্যার ফ্রন্টের প্রসঙ্গে। উক্ত ডিভাইসটি, ইন্টেল টার্বো বুস্ট টেকনোলজি এবং ইন্টেল আইরিস এক্স গ্রাফিক্স কার্ড সহ ৪.৭ গিগাহার্টজ ক্লক রেটের ইন্টেল কোর আই৭ প্রসেসর দ্বারা চালিত হবে। আবার এটি আপাতত ভাবে উইন্ডোজ ১০ প্রো ৬৪ বিটা অপারেটিং সিস্টেমে কাজ করলেও, পরিবর্তী সময়ে লেটেস্ট উইন্ডোজ ১১ ওএস ভার্সনের আপডেট পাওয়া যাবে। স্টোরেজের প্রসঙ্গে বললে ল্যাপটপে, ১৬ জিবি LPDDR4-3200 অনবোর্ড এসডি-র‍্যাম এবং ১ টেরাবাইট এসএসডি বর্তমান।

স্পেক্টর সিরিজ অধীনস্ত এই ল্যাপটপে একটি ফুল-সাইজ কীবোর্ড আছে। এর কী-সিজারগুলি প্রাকৃতিক এবং নবায়নযোগ্য উপাদান, যথা – কৃষিজ এবং গৃহস্থালির বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া, অন্যান্য ফিচারের মধ্যে, ক্যামেরা শাটার যুক্ত একটি ৭২০পিক্সেল এইচডি আইআর (IR) ক্যামেরা, মাল্টি-টাচ সাপোর্ট যুক্ত একটি ট্র্যাকপ্যাড এবং ‘ব্যাং অ্যান্ড ওলুফসেন’ অডিও টেকনোলজি সহ একটি কোয়াড স্পিকার সেটআপ পাওয়া যাবে।

কানেক্টিভিটি অপশনের মধ্যে, ওয়াই-ফাই, ব্লুটুথ, ২টি থান্ডারবোল্ট ৪ পোর্ট, ইউএসবি ৪ টাইপ-সি পোর্ট, ১টি সুপারস্পিড ইউএসবি টাইপ-এ পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি হেডফোন / মাইক্রোফোন কম্বো জ্যাক সামিল থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য এইচপি স্পেক্টর এক্স৩৬০ ১৪ ল্যাপটপে, ৬৬Wh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি একটানা ১৭ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ করা করবে, বলে সংস্থার দাবি। ডিভাইসটিকে চার্জ করার জন্য রিটেল বক্সে ৬৫ ওয়াট ইউএসবি টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন