HP ভারতে আনলো নতুন গেমিং ল্যাপটপ Victus 16, রয়েছে AMD ও Intel প্রসেসর

জনপ্রিয় টেক কোম্পানি HP ভারতে Dell এবং Lenovo-এর লেটেস্ট ল্যাপটপগুলিকে কড়া টক্কর দিতে ভারতীয় বাজারে আজ নেক্সট-জেনারেশন গেমিং ল্যাপটপ সিরিজ Victus 16 লঞ্চ করলো। সংস্থাটি…

জনপ্রিয় টেক কোম্পানি HP ভারতে Dell এবং Lenovo-এর লেটেস্ট ল্যাপটপগুলিকে কড়া টক্কর দিতে ভারতীয় বাজারে আজ নেক্সট-জেনারেশন গেমিং ল্যাপটপ সিরিজ Victus 16 লঞ্চ করলো। সংস্থাটি তাদের গেমিং পিসি পোর্টফলিওর অন্তর্গত HP Victus 16 (Victus by HP)-এর ল্যাপটপগুলিকে লেটেস্ট এমএডি রাইজেন এবং ১১ তম প্রজন্মের ইন্টেল প্রসেসরের সাথে নিয়ে এসেছে। এই সিরিজের Victus E এবং Victus D ল্যাপটপে, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০ সিরিজ জিপিইউ, হাই-রিফ্রেশ রেট সহ ১৬ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। সর্বোপরি, এই নয়া গেমিং নোটবুকগুলিতে, থার্মাল কন্ট্রোল ফিচার এবং এইচপি-এর নিজেস্ব ওমেন গেমিং হাব সফ্টওয়্যারের সাপোর্ট পাওয়া যাবে। ভিক্টাস ১৬ সিরিজকে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করার প্রায় দু’মাস পরে ভারতে উপলব্ধ করা হয়েছে। আসুন, নবাগত এইচপি ভিক্টাস ১৬ সিরিজের দাম, লভ্যতা এবং যাবতীয় ফিচার দেখে নেওয়া যাক।

HP Victus E series, HP Victus D series (HP Victus 16) এর দাম

ভারতে এইচপি ভিক্টাস ই সিরিজ এবং ডি সিরিজ ল্যাপটপের প্রারম্ভিক মূল্য যথাক্রমে, ৬৪,৯৯৯ টাকা এবং ৭৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। ই-সিরিজের ল্যাপটপকে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে। অন্যদিকে এইচপি-এর ডি-সিরিজের ল্যাপটপ রিলায়েন্স ডিজিটালের অনলাইন এবং অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে। ল্যাপটপগুলি মিকা সিলভার এবং পারফরম্যান্স ব্লু কালারে উপলব্ধ।

HP Victus E series, HP Victus D series (HP Victus 16) এর স্পেসিফিকেশন

এইচপি ভিক্টাস ১৬ নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে, ভিক্টাস ই-সিরিজ এবং ডি-সিরিজ-এর ল্যাপটপে ১৬ ইঞ্চির ফুল-এইচডি রেজোলিউশন যুক্ত ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লেতে ৩০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং আই-সেফ লো লাইট টেকনোলজি সাপোর্ট করে। ভিক্টাস ১৬ সিরিজের এই গেমিং ল্যাপটপগুলি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কাজ করবে। তবে, এগুলিকে লেটেস্ট উইন্ডোজ ১১ ওএস ভার্সন পর্যন্ত আপগ্রেড করা যাবে। হার্ডওয়্যার ফ্রন্টের কথা বললে, ই-সিরিজের মডেলগুলি, এএমডি রাইজেন ৫ ৫৬০০এইচ অথবা রাইজেন ৭ ৫৮০০এইচ প্রসেসর দ্বারা চালিত হবে। আবার, ডি-সিরিজে, ১১ তম প্রজন্মের ইন্টেল কোর আই৫-১১৩০০এইচ অথবা আই৭-১১৮০০এইচ প্রসেসর ভ্যারিয়েন্ট ব্যবহার করা হয়েছে।

সিপিইউ-এর মতো জিপিইউ-এর ক্ষেত্রেও বিকল্প পাওয়া যাবে। সেক্ষেত্রে, ই-সিরিজের জন্য ক্রেতারা, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ ৬জিবি ল্যাপটপ জিপিইউ, অথবা এমএডি রেডিয়ন আরএক্স ৫৫০০এম জিপিইউ-এর মধ্যে থেকে একটিকে বেছে নিতে পারবেন। আবার, ডি-সিরিজের ক্ষেত্রে, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ ৬জিবি ল্যাপটপ জিপিইউ – এই একটিমাত্র বিকল্পই উপলব্ধ থাকছে। তদুপরি, এইচপি-এর এই লেটেস্ট গেমিং ল্যাপটপগুলিতে, ১৬ জিবি DDR4 আপগ্রেডেবল র‌্যাম (৩২ জিবি পর্যন্ত আপগ্রেড করা সম্ভব) এবং ৫১২ জিবি পর্যন্ত PCIe Gen4 এসএসডি বর্তমান।

এইচপি ভিক্টাস ১৬ ল্যাপটপগুলিতে অতিরিক্ত ফিচার হিসাবে পাওয়া যাবে, ব্যাং অ্যান্ড ওলুফসেন (Bang & Olufsen) অডিও স্পিকার। আবার,তাপ নির্গমনের জন্য ডিভাইসগুলিকে, তুলনামূলক বড়ো ভেন্ট এবং দীর্ঘ ফ্যানের সাথে ফাইভ-ওয়ে এয়ারফ্লো ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে। আর থাকছে হিট পাইপ বেস। আবার, ল্যাপটপে থাকা ওমেন গেমিং হাব (OMEN Gaming HUB) সফ্টওয়্যার ডিভাইসের, পারফরম্যান্স মোড, আন্ডারভোল্ট, নেটওয়ার্ক বুস্টার এবং মনিটর সিস্টেম ভাইটাল পরিবর্তন করতে সহায়তা করবে।

প্রসঙ্গত, এইচপি সম্প্রতি HP Pavilion Aero 13 ল্যাপটপকে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করেছে। সংস্থার সর্বাধিক হালকা ওজনের এই ল্যাপটপটি, রেডিয়ন গ্রাফিক্স জিপিইউ সহ এএমডি রাইজেন ৫০০০ সিরিজ সিপিইউ দ্বারা চালিত হবে। এছাড়া, HP M24fwa FHD monitor এবং HP M27fwa FHD মডেল নম্বরের দুটি নয়া মনিটরও প্রকাশ্যে এনেছে টেক সংস্থাটি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন