Categories: Mobiles

দেখলেই ভাল লেগে যাবে, 108MP ক্যামেরা দিয়ে চমৎকার স্মার্টফোন লঞ্চ করল Huawei

গত মাসে Enjoy 70 লঞ্চের পর, Huawei আজ (৮ জানুয়ারি) তাদের দেশীয় বাজারে আনুষ্ঠানিকভাবে ফোনটির Pro ভ্যারিয়েন্টটি লঞ্চ করেছে। সাশ্রয়ী মূল্যের Huawei Enjoy 70 Pro সাধ্যের মধ্যে বড় ফুলএইচডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 680 4G প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন এই নবাগত বাজেট ফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Huawei Enjoy 70 Pro-এর স্পেসিফিকেশন

হুয়াওয়ে এনজয় ৭০ প্রো-এর রিয়ার প্যানেলে অভিনব “স্টার-রিং” ক্যামেরা আইল্যান্ড রয়েছে, সাথে ম্যাট ফিনিশ এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। এটি অবসিডিয়ান ব্ল্যাক, স্নো হোয়াইট এবং এমেরাল্ড গ্রিন কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোনের সামনের অংশে ফুল-এইচডি রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির স্ক্রিন রয়েছে। তবে এলসিডি প্যানেল হওয়া সত্ত্বেও, হুয়াওয়ে জানিয়েছে যে এই ফোনের ডিসপ্লেটি সময় এবং নোটিফিকেশন দেখার জন্য একটি অলওয়েজ-অন ডিসপ্লে (AOD) ফিচার সাপোর্ট করবে, যা সাধারণত অ্যামোলেড (AMOLED) ডিসপ্লেতে দেখতে পাওয়া যায়।

পারফরম্যান্সের ক্ষেত্রে, হুয়াওয়ে এনজয় ৭০ প্রো-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ ৪জি চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যা ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কর্টেক্স-এ৭৩ কোর এবং ১.৯ গিগাহার্টজ গতির চারটি কর্টেক্স-এ৫৩ কোর দ্বারা গঠিত। ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। হুয়াওয়ে এনজয় ৭০ প্রো হারমনিওএস ৪ (HarmonyOS 4) কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Huawei Enjoy 70 Pro-এর বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর বিদ্যমান। ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য, Enjoy 70 Pro বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ হুয়াওয়ে দাবি করেছে যে, মাত্র ৩০ মিনিটের মধ্যে ডিভাইসটির ব্যাটারি ৬২% পূর্ণ হবে।

Huawei Enjoy 70 Pro-এর মূল্য এবং লভ্যতা

Huawei Enjoy 70 Pro-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১,৪৪৯ ইউয়ান (প্রায় ১৭,২২৫ টাকা), যেখানে এর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটির মূল্য ১,৬৪৯ ইউয়ান (প্রায় ১৯,৬১০ টাকা)। চীনা ক্রেতারা হুয়াওয়ে মল (Huawei Mall) থেকে ডিভাইসটি কিনতে পারবেন। তবে, Huawei Enjoy 70 Pro গ্লোবাল মার্কেটে প্রবেশ করবে কিনা, তা এখনও জানা যায়নি।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

37 mins ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

44 mins ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

3 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

3 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

4 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

4 hours ago