Huawei enjoy 70s launched price specifications features

দেখতে পুরো ফ্ল্যাগশিপ ফোন! 50MP ক্যামেরা ও 6000mah ব্যাটারির সঙ্গে সস্তায় লঞ্চ হল Huawei Enjoy 70s

Huawei Enjoy 70s স্মার্টফোনটি আজ (২৮ মে) আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হয়েছে। গতবছর ডিসেম্বরে, হুয়াওয়ে চীনে Kirin 710A চিপসেট সহ স্ট্যান্ডার্ড Huawei Enjoy 70 ফোনটি উন্মোচন করেছিল। আবার এবছর জানুয়ারিতে Qualcomm Snapdragon 680 প্রসেসর চালিত Huawei Enjoy 70 Pro এবং ফেব্রুয়ারিতে Kirin 710A চিপের সাথে Huawei Enjoy 70z ফোনটি উন্মোচন করেছে। আর আজ ব্র্যান্ডটি নিঃশব্দে Enjoy 70 সিরিজের চতুর্থ ফোনটির ওপর থেকে পর্দা সরালো। নবাগত Huawei Enjoy 70s আইপিএস এলসিডি ডিসপ্লে, Kirin প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে ডিভাইসটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যায়।

Huawei Enjoy 70s: স্পেসিফিকেশন এবং ফিচার

হুয়াওয়ে এনজয় ৭০এস ফোনে ৬.৭৫ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল সহ এসেছে, যার ওপরে ওয়াটারড্রপ-নচ ডিজাইন রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন সম্প্রতি হুয়াওয়ে পিউরা ৭০ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির একটি টোন-ডাউন সংস্করণের মতো দেখায়। হুয়াওয়ে এনজয় ৭০এস ফোনের স্ক্রিনটি ১,৬০০ x ৬২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটিতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সর্বাধিক ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলি অ্যাক্সেস করার জন্য একটি ডেডিকেটেড এনজয় এক্স (Enjoy X) ফিজিক্যাল বাটন রয়েছে। ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ফাংশনের জন্য বাটনটিকে কাস্টমাইজ করতে পারেন।

ফটোগ্রাফির জন্য, হুয়াওয়ে এনজয় ৭০এস হ্যান্ডসেটের পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। এই ফোনটি কোম্পানির নিজস্ব হারমনি ওএস ৪ অপারেটিং সিস্টেমে রান করে।

পারফরম্যান্সের জন্য, Huawei Enjoy 70s ফোনটি কোম্পানির সেল্ফ ডেভেলপ করা Kirin 710A চিপসেটে চলে, যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। তবে এতে মাইক্রোএসডি কার্ড স্লট আছে বলে মনে হয় না। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Enjoy 70s মডেলে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে। ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস এবং একটি ইউএসবি-সি পোর্ট৷

Huawei Enjoy 70s: মূল্য এবং লভ্যতা

Huawei Enjoy 70s দুটি বিকল্পে চীনা বাজারে লঞ্চ হয়েছে, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি৷ দুটি সংস্করণেই ৮ জিবি র‍্যাম মিলবে। বেস মডেলটির দাম হল ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,১০০ টাকা) এবং আর উচ্চতর মডেলটি পাওয়া যাবে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,১০০ টাকা) মূল্যে৷ ফোনটিকে গোল্ড ব্ল্যাক, স্নো হোয়াইট এবং আইস ব্লু – এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। Huawei Enjoy 70s গ্লোবাল মার্কেটে পা রাখবে কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।