বিশ্বের সেরা ক্যামেরা ফোন এখন Huawei Mate 50 Pro, কি ফিচার আছে এতে

বেশ কয়েকমাস ধরেই ক্যামেরা রেটিং ওয়েবসাইট DxOMark -এর সেরা ৫ ক্যামেরা ফোনের তালিকায় প্রথম স্থানে ছিল Honor Magic 4 Ultimate। তবে সম্প্রতি লঞ্চ হওয়া Google Pixel 7 Pro মডেলটি Honor -এর এই ফোনকে পিছনে ফেলে। কিন্তু এখন অর্থাৎ গত ৩০শে অক্টোবর গ্লোবাল মার্কেটে Huawei Mate 50 Pro ফোনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার পরে ফের বদল এসেছে DxOMark -এর র‍্যাঙ্কিং চার্টে। Google এবং Honor -এর দুটি ডিভাইসকে স্থানচ্যুত করে নবাগত Huawei Mate 50 Pro এখন সেরা ক্যামেরা ফোন হিসেবে তালিকার শুরুতে স্থান পেয়েছে।

DxOMark -এর টপ-৫ ক্যামেরা ফোনের তালিকায় শীর্ষে অবস্থান করছে Huawei Mate 50 Pro

DxOMark পরিচালিত স্মার্টফোন ক্যামেরা টেস্টে নতুন হুয়াওয়ে মেট ৫০ প্রো স্মার্টফোনটি ১৪৯ পয়েন্ট স্কোর করেছে। উল্লেখ্য এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৬৪ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর + ১৩ মেগাপিক্সেল শুটার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই তিনটি রিয়ার ক্যামেরাতেই ‘অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন’ বা OIS, ৩.৫এক্স অপটিক্যাল জুম এবং ভ্যারিয়েবল অ্যাপারচার টেকনোলজি মতো উন্নত ফিচার সাপোর্ট করে। প্রসঙ্গত জানিয়ে রাখি, পিক্সেল ৭ প্রো (Pixel 7 Pro) এবং অনর ম্যাজিক ৪ আল্টিমেট (Honor Magic 4 Ultimate) উভয়ই বর্তমানে ১৪৭ পয়েন্টের সাথে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

Huawei Mate 50 Pro

ক্যামেরা টেস্টিংয়ের ফলাফল নিয়ে DxOMark বলেছে, হুয়াওয়ে মেট ৫০ প্রো “সুন্দর” কালার রি-প্রোডাকশন(ভাল আলোতে), “চিত্তগ্রাহী” বোকেহ মোড, জুম করার পরও “ভাল” ডিটেইলিং, উন্নত অটো-ফোকাস এবং “সু-নিয়ন্ত্রিত” ভিডিও প্যানিং অফার করে। একই সাথে, রিয়ার ক্যামেরাগুলি ফটো এবং ভিডিও উভয় মোডেই ওয়াইড ডায়নামিক রেঞ্জ সাপোর্ট করার জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছে।

টেস্ট চলাকালীন আরো বেশ কয়েকটি বিষয়ও সামনে আসে। যেমন – মেট ৫০ প্রো ফোনের ক্যামেরা বিভাগে হোয়াইট ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে ত্রুটি ছিল এবং কিছু পরিস্থিতিতে সীন ক্যাপচার করতে গিয়ে ডিভাইসের নতুন XMAGE AI প্রসেসিং ধীর পারফরম্যান্স প্রদান করছিল। তবে এইসকল ছোটখাটো খামতি হুয়াওয়ে বিকশিত স্মার্টফোনটির ১৪৯ পয়েন্ট স্কোর করার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।

প্রসঙ্গত, হুয়াওয়ে মেট ৫০ প্রো স্মার্টফোনটি অবশ্যই টপ-ক্লাস ক্যামেরা পারফরম্যান্স অফার করে থাকে। কিন্তু এতে ৫জি (5G) এবং গুগল প্লে সার্ভিস (Google Play Service) উভয়েই অনুপস্থিত। তাসত্ত্বেও উক্ত ডিভাইসের দাম ১,১৯৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৯৮,৩০০ টাকা) রাখা হয়েছে, যা সর্বপ্রকারের সুবিধা প্রদানকারী Pixel 7 Pro এবং Honor Magic 4 Ultimate উভয়ের তুলনায় অনেকটাই ব্যয়বহুল।