Huawei Mate 50: নেটওয়ার্ক না থাকলেও হবে কল, হুয়াওয়ে আনল দুর্ধর্ষ ফিচারের ফোন
প্রায় দুই বছরের ব্যবধানের পর অবশেষে Huawei আনুষ্ঠানিকভাবে তাদের লেটেস্ট Mate-সিরিজের অধীনে একটি নয়া ফ্ল্যাগশিপ...প্রায় দুই বছরের ব্যবধানের পর অবশেষে Huawei আনুষ্ঠানিকভাবে তাদের লেটেস্ট Mate-সিরিজের অধীনে একটি নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করলো। ২০২০ সালের নভেম্বরে সংস্থাটি Mate 40 লাইনআপের ঘোষণা করেছিল। আর এখন অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বরে এসে 'নেক্সট জেনারেশন' Mate 50 সিরিজের ভ্যানিলা মডেলকে লঞ্চ করা হল। নবাগত Huawei Mate 50 স্মার্টফোনকে পূর্বসূরির ন্যায় প্রায় অনুরূপ ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে। যদিও ক্যামেরা মডিউলের আকৃতিতে সামান্য পার্থক্য নজরে পড়বে। আবার ফিচার হিসাবে এতে - FHD+ OLED ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। সর্বোপরি, এতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি উপলব্ধ। এছাড়া, উক্ত ফোনটি ৩টি স্টোরেজ কনফিগারেশন এবং ৫টি আকর্ষণীয় কালার অপশনে এসেছে। চলুন নতুন তথা প্রিমিয়াম Huawei Mate 50 স্মার্টফোনের দাম ও ফিচার বিশদ সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
হুয়াওয়ে মেট ৫০ -এর ডিজাইন (Huawei Mate 50 Design)
হুয়াওয়ের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাহ্যিক ডিজাইন অনেকটাই পূর্বসূরি হুয়াওয়ে মেট ৪০ মডেলের অনুরূপ। এক্ষেত্রে, এই ফোনেও একটি কার্ভড ব্যাক প্যানেল এবং কার্ভড এজ নজরে পড়বে। যদিও, পূর্ববর্তী সিরিজের 'ডোনাট' আকৃতির ক্যামেরা মডিউল ডিজাইনের পরিবর্তে মেট ৫০ মডেলে তুলনায় বড় ও বৃত্তাকার মডিউল দেখা যাবে।
হুয়াওয়ে মেট ৫০ -এর স্পেসিফিকেশন (Huawei Mate 50 Specifications)
হুয়াওয়ে মেট ৫০ স্মার্টফোনে একটি ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৭০০x১২২৪ পিক্সেল) OLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন 'সেন্টার অ্যালাইনড' পাঞ্চ-হোল কাটআউট স্টাইল এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR, পি৩ কালার গ্যামেট ও ১.০৭ বিলিয়ন কালার সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য, মেট ৫০ সিরিজের এই বেস মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র ৪জি (4G) নেটওয়ার্কিং সমর্থন করে। এটি ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ সহ এসেছে। আর নিরাপত্তার জন্য উক্ত ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
Huawei Mate 50 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল ফ্ল্যাগশিপ Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল Sony IMX688 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বাধিক ৫এক্স অপটিক্যাল জুম ও OIS সাপোর্ট সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এই রিয়ার সেন্সরগুলি 'ফার্স্ট এভার' XMAGE ইমেজিং প্রযুক্তির সমর্থন সহ এসেছে, যা ফটোগ্রাফির অভিজ্ঞতা আরো উন্নীত করতে সাহায্য করবে। অন্যদিকে, ডিভাইসটির সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি শুটার দেওয়া হয়েছে।
এছাড়াও, টেক ব্র্যান্ডটি তাদের এই প্রিমিয়াম গ্রেড হ্যান্ডসেটের সাথে স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজিও অফার করছে, যা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলেও সেলুলার কল এবং মেসেজ প্রেরণের অনুমতি দেয়। অর্থাৎ, যেখানে কোনও সেলুলার ৩জি (3G), ৪জি (4G) বা ৫জি (5G) কভারেজ নেই, সেখানেও জরুরি বার্তা পাঠাতে সাহায্য করবে এই ফিচার৷ অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এটি স্টেরিও স্পিকার, অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট ফিল্ম এবং স্প্ল্যাশ-জল-ধুলো প্রতিরোধী ক্ষমতা সহ এসেছে। পরিশেষে, Huawei Mate 50 স্মার্টফোনে ৪,৪৬০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করে।
হুয়াওয়ে মেট ৫০ -এর দাম (Huawei Mate 50 Price)
হুয়াওয়ে মেট ৫০ তিনটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে এসেছে। এই স্টোরেজ বিকল্পগুলি হল - ৮ জিবি র্যাম সহ ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি মডেল। যার মধ্যে, ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৭,৩০০ টাকা) রাখা হয়েছে। আর ২৫৬ জিবি স্টোরেজ ও ৫১২ জিবি স্টোরেজ যুক্ত টপ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৩,০০০ টাকা) এবং ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৪,৫০০ টাকা) থাকছে। এটি পাঁচটি কালার অপশনে উপলব্ধ।