Huawei Mate 50e শক্তিশালী ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, জানুন দাম

Published on:

Huawei Mate 50e Launched

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে (Huawei) অবশেষে তাদের Mate 50 সিরিজের স্মার্টফোনগুলি দেশীয় বাজারে উন্মোচন করেছে। এই লাইনআপে Mate 50, Mate 50 Pro এবং Mate 50 RS Porsche Design-এর মতো ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি ছাড়াও, Mate 50e নামে একটি হাই-মিড-রেঞ্জ ডিভাইসও রয়েছে। তবে এই সিরিজের কোনো ডিভাইসেই ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করে না। Mate 50 লাইনআপের ফ্ল্যাগশিপগুলি Qualcomm Snapdragon 8 Plus Gen 1 ৪জি চিপসেট দ্বারা চালিত, তবে Mate 50e-এ Snapdragon 778G প্রসেসরের ৪জি সংস্করণটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এই হাই-মিড-রেঞ্জের ফোনে রয়েছে ওলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৪৬০ এমএএইচ ব্যাটারি। চলুন Huawei Mate 50e-এর দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

হুয়াওয়ে মেট ৫০ই-এর মূল্য এবং লভ্যতা (Huawei Mate 50e Price and Availability)

চীনের বাজারে হুয়াওয়ে মেট ৫০ই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৮৫০ টাকা)। আর টপ-এন্ড ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫১,৫৫০ টাকা)। আগ্রহী গ্রাহকরা ডিভাইসটিকে ফ্রস্ট সিলভার, অবসিডিয়ান ব্ল্যাক এবং স্ট্রীমার পার্পল-এই তিনটি কালার অপশনে বেছে নিতে পারবেন।

হুয়াওয়ে মেট ৫০ই-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Huawei Mate 50e Specifications and Features)

হুয়াওয়ে মেট ৫০ই-তে ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে, যা ২,৭০০ x ১,২২৪ পিক্সেলের রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং একটি উচ্চ-ফ্রিকোয়েন্সি ১৪৪ হার্টজ পিডাব্লিউএম ডিমিং অফার করে৷ ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৪জি প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই নয়া হুয়াওয়ে ফোনে অতিরিক্ত স্টোরেজের জন্য একটি এনএম (NM) কার্ড স্লটও মিলবে। হুয়াওয়ে মেট৫০ই অ্যান্ড্রয়েড ভিত্তিক হারমনিওএস ৩.০ (HarmonyOS 3.0) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Huawei Mate 50e-এর ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা রিং দেখতে পাওয়া গেলেও, এটি ডুয়েল-ক্যামেরা সেটআপ সহ এসেছে। তবে ভালো বিষয়টি হল, এতে এক্সএমএজিই (XMAGE) ইমেজ প্রসেসিং প্রযুক্তি রয়েছে, যা Mate 50 সিরিজের বাকি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতেও উপলব্ধ রয়েছে। ক্যামেরা সেটআপের মধ্যে, এফ/১.৪ এবং এফ/৪.০ ভ্যারিয়েবল অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেললের প্রাইমারি আরওয়াইওয়াইবি (RYYB) লেন্স এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর উপস্থিত রয়েছে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Mate 50e ৪,৪৬০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, হ্যান্ডসেটটির কানেক্টিভিটি অপশনে অন্তর্ভুক্ত রয়েছে, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এক্স, ব্লুটুথ ৫.২, এনএফসি, জিপিএস এবং একটি ইউএসবি-সি পোর্ট৷ নিরাপত্তার জন্য, Mate 50e-এ একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

সঙ্গে থাকুন ➥