Huawei Nova 10Z দুর্দান্ত সেলফি ক্যামেরা ও অক্টা কোর প্রসেসর সহ লঞ্চ হল, দাম জেনে নিন

Published on:

Huawei Nova 10Z launched

হুয়াওয়ে (Huawei) আজ (৬ সেপ্টেম্বর) তাদের Mate 50 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এই লঞ্চ ইভেন্টের আগেই এখন, এক প্রকাশনা চীনা মার্কেটের জন্য Nova সিরিজের নতুন হ্যান্ডসেট, Huawei Nova 10z-এর অফিসিয়াল তালিকাটি স্পট করেছে। প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর এই লাইনআপের অধীনে Huawei Nova 10 এবং Nova 10 Pro-মডেল দুটি আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে৷ আজ দেশীয় বাজারে আত্মপ্রকাশ করা Nova 10z ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি অনির্দিষ্ট অক্টা-কোর প্রসেসর এবং ৪,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন এই নবাগত হুয়াওয়ে ফোনটির দামের বিবরণের পাশাপাশি এর সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

হুয়াওয়ে নোভা ১০জেড-এর মূল্য এবং লভ্যতা (Huawei Nova 10z Price and Availability)

টেকগোয়িং (TechGoing) দ্বারা স্পট করা হুয়াওয়ে নোভা ১০জেড-এর অফিসিয়াল তালিকা অনুসারে, এই নয়া হ্যান্ডসেটটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে মিলবে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৫৫০ টাকা) এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কেনা যাবে ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২১,৮৫০ টাকা) মূল্যে। লঞ্চ অফারের অংশ হিসেবে, উভয় মডেলই প্রথমে ১০০ ইউয়ান (প্রায় ১,১৫০ টাকা) ছাড়ের সাথে পাওয়া যাবে।

প্রাপ্যতার ক্ষেত্রে, হুয়াওয়ে নোভা ১০জেড বর্তমানে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে এবং আগামী ২৬ সেপ্টেম্বর থেকে এটি সরবরাহ করা শুরু হবে পরিকল্পনা করা হয়েছে। এই হ্যান্ডসেটটি ম্যাজিক নাইট ব্ল্যাক, ফ্রস্ট সিলভার এবং এমারেল্ড গ্রিন-এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

হুয়াওয়ে নোভা ১০জেড-এর স্পেসিফিকেশন (Huawei Nova 10z Specifications)

হুয়াওয়ে নোভা ১০জেড-এ ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যার মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে। ডিসপ্লেটি ফুল এইচডি+ (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) রেজোলিউশন এবং ৩৯৯পিপিআই পিক্সেল ঘনত্ব অফার করে। নিরপত্তার জন্য, নোভা ১০জেড-এর ডানপ্রান্তে অবস্থিত পাওয়ার বাটনেই একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। ডিভাইসটি একটি অনির্দিষ্ট অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক হারমনি ওএস ২.০ (HarmonyOS 2.0) অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Huawei Nova 10z-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে৷ আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Nova 10z-এ ৪,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, এই হুয়াওয়ে হ্যান্ডসেটে ডুয়েল সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.১, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে। Nova 10z স্প্ল্যাশ-প্রতিরোধী আইপি৫২ (IP52) রেটিং সহ এসেছে।

সঙ্গে থাকুন ➥