৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ দুর্দান্ত ফোন আনল Huawei, দেখতে লেটেস্ট আইফোনের মতো

হুয়াওয়ে (Huawei) চুপিসারে তাদের গ্লোবাল ওয়েবসাইটে Huawei Nova Y61 নামে একটি নতুন স্মার্টফোন তালিকাভুক্ত করেছে। হ্যান্ডসেটটির নাম দেখেই বোঝা যাচ্ছে যে, এটি গতবছর আত্মপ্রকাশ করা Nova Y60-এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে। যদিও, অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের মূল্য এবং উপলব্ধতা সম্পর্কে কোনও তথ্য এখনও নিশ্চিত করা হয়নি। তবে, Nova Y61-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ্যে এসেছে। এই নয়া ডিভাইসটি এইচডি+ ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন এই হুয়াওয়ে স্মার্টফোনটির সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

হুয়াওয়ে নোভা ওয়াই৬১-এর স্পেসিফিকেশন – Huawei Nova Y61 Specifications

হুয়াওয়ে নোভা ওয়াই৬১ ডিজাইনের দিক থেকে অন্য যেকোনো বাজেট স্মার্টফোনের মতোই। এটিতে একটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেখা যায়। হ্যান্ডসেটটির সামনে ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন এবং ডিউ-ড্রপ নচ সহ ৬.৫২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি একটি নামহীন অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত। নোভা ওয়াই৬১ এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। তবে বিশ্বের বাকি অংশে, এটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ডিভাইসটি গুগল মোবাইল সার্ভিসেস (GMS)-এর পরিবর্তে হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস (HMS)-এর সাথে ইএমইউআই (EMUI 12) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, হুয়াওয়ে নোভা ওয়াই৬১-এর ব্যাক প্যানেলে অ্যাপল আইফোন প্রো-সদৃশ ক্যামেরা লেআউট দেখা যায়। তবে, এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ইউনিট বর্তমান৷ নোভা ওয়াই৬১-এর সবকটি ভ্যারিয়েন্ট সিঙ্গেল-ব্যান্ড ওয়াইফাই, ৪জি, ব্লুটুথ ৫.১ এবং জিএনএসএস অফার করে। এছাড়াও, এতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট (USB 2.0)-ও মিলবে। উল্লেখ্যযোগ্যভাবে, কিছু নির্বাচিত অঞ্চলে এই হুয়াওয়ে হ্যান্ডসেটটি ডুয়েল সিম সাপোর্টের সাথে এসেছে, আর বাদ বাকি অঞ্চলে এটি সিঙ্গেল সিম অফার করে থাকে। এমনকি এনএফসি-ও শুধুমাত্র নির্দিষ্ট কিছু অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ।

পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Nova Y61-এ ২২.৫ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যদিও কোম্পানি এটি উল্লেখ করেনি, তবে ডিভাইসটিতে একটি প্লাস্টিকের বিল্ড রয়েছে বলে মনে করা হচ্ছে। সবশেষে, ফোনটির পরিমাপ ১৬৪.২৮ x ৭৫.৮ x ৮.৯৪ মিলিমিটার এবং ওজন ১৮৮ গ্রাম। এটি স্যাফায়ার ব্লু, মিন্ট গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক- এই তিনটি আকর্ষণীয় কালার অপশনে বাজারে পা রেখেছে।