ফুল চার্জে চলবে তিন দিন, Huawei Nova Y70 Plus দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল

স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে দক্ষিণ আফ্রিকার মার্কেটে লঞ্চ করলো Huawei Nova Y70 Plus স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটটি এলসিডি ডিসপ্লে ও ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ এসেছে। তবে…

স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে দক্ষিণ আফ্রিকার মার্কেটে লঞ্চ করলো Huawei Nova Y70 Plus স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটটি এলসিডি ডিসপ্লে ও ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ এসেছে। তবে এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হল এর ব্যাটারি ক্যাপাসিটি। Huawei Nova Y70 Plus-এ রয়েছে একটি বৃহৎ ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা সম্পূর্ন চার্জে টানা তিন দিন নির্দ্বিধায় চলতে পারে বলে দাবি করেছে সংস্থা। এই মিড-রেঞ্জ ফোনটি বর্তমানে দক্ষিণ আফ্রিকায় প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে। আসুন এই নতুন স্মার্টফোনটির দাম, ফিচার এবং সকল স্পেসিফিকেশন গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

হুয়াওয়ে নোভা ওয়াই৭০ প্লাস-এর দাম (Huawei Nova Y70 Plus Price)

দক্ষিণ আফ্রিকায় হুয়াওয়ে নোভা ওয়াই৭০ প্লাস-এর দাম ৫,৪৯৯ র‍্যান্ড (প্রায় ২৭,১০০ টাকা) রাখা হয়েছে। এই ডিভাইসটি ক্রিস্টাল ব্লু, পার্ল হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাকের মতো কালার অপশনে বেছে নেওয়া যাবে। এই ফোনটি বর্তমানে ৩০ এপ্রিল পর্যন্ত প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে। অন্যান্য দেশে ফোনটি

হুয়াওয়ে নোভা ওয়াই৭০ প্লাস-এর স্পেসিফিকেশন (Huawei Nova Y70 Plus Specifications)

হুয়াওয়ে নোভা ওয়াই৭০ প্লাস-এ টিয়ারড্রপ নচ সহ ৬.৭৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৯০.২৬ শতাংশ স্ক্রিন স্পেস অফার করে। এই ফোনে ফুল এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে বলে মনে করে হচ্ছে, তবে সংস্থা এ সম্পর্কে কিছু নিশ্চিত করেনি। এমনকি পারফরম্যান্সের জন্য এই হুয়াওয়ে হ্যান্ডসেটে কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটি সম্পর্কেও এখনও কিছু জানায়নি সংস্থা। হুয়াওয়ে নোভা ওয়াই৭০ প্লাস-এ ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ মিলবে। এই ফোনে স্টোরেজ বাড়ানোর জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য Huawei Nova Y70 Plus-এর পিছনের ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেললের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। এছাড়া, নিরাপত্তার জন্য, Huawei Nova Y70 Plus-এ রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই হুয়াওয়ে ডিভাইসে গুগল মোবাইল পরিষেবা অনুপস্থিত রয়েছে, তাই প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করার জন্য ফোনটি হুয়াওয়ের অ্যাপগ্যালারি (AppGallery)-এর সাথে এসেছে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Nova Y70 Plus-এ একটি বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে৷ সংস্থার দাবি যে, ফোনটি একবার চার্জ দিলে ৩ দিন পর্যন্ত চলতে পারে। অডিওফাইলের জন্য, এই হ্যান্ডসেটে হিস্টেন ৯.১ এবং হুয়াওয়ে সুপারসাউন্ড অডিও প্রযুক্তির সাপোর্ট মিলবে।